ঢাকা, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সিকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে প্রাক মৌসুম প্রস্তুতি ম্যাচে শুভ সূচনা করেছে রিয়াল মাদ্রিদ। অন্যদিকে, উত্তর আমেরিকা সফরের প্রথম খেলায় যুক্তরাষ্ট্রকে ২-০ গোলে হারিয়েছে রবার্তো মানচিনি'র ম্যানচেস্টার সিটি।
এমনিতেই রিয়াল মাদ্রিদের যুক্তরাষ্ট্র সফর নিয়ে আলোচনার শেষ নেই। তার ওপর সফরকারী দলটির প্রথম ম্যাচ সাবেক খেলোয়াড় ডেভিড বেকহামের বর্তমান দল এলএ গ্যালাক্সির বিপক্ষে হওয়ার ফলে তা নিয়ে ফুটবলবোদ্ধা থেকে শুরু করে সাধারণ দর্শকেরও আগ্রহের কমতি ছিল না। রিয়ালে চার মৌসুম পার করা বেকহাম অনেক দিন থেকেই বলে আসছিলেন রিয়ালের বিপক্ষে মাঠে নামাটা হবে তার জন্য 'বিশেষ কিছু'।
তাই রোববারের ম্যাচটিতে জয়-পরাজয়ের চেয়ে মুখ্য হয়ে উঠেছিল বেকহামের 'পারফরমেন্স'। গ্যালাক্সি অধিনায়কের 'আর্মব্যান্ড' পড়ে মাঠে নামা বেকহাম কিন্তু একেবারেই জ্বলে উঠতে পারেননি সাবেক দলের বিপক্ষে। উল্টো রিয়ালের আক্রমণের তোড়ে ভেসে যাওয়ার জোগাড় হয়েছিল তার দলের।
অনুজ্জ্বল বেকহামকে উঠিয়ে নেয়া হয় দ্বিতীয়ার্ধে। আর ম্যাচের আরেক তারকা ক্রিস্টিয়ানো রোনালদো মাঠে নামার সুযোগ পান ওই দ্বিতীয়ার্ধেই। হোসে ক্যালেজন ও জোসেলোর গোলে রিয়াল ততক্ষণে দুই গোলে এগিয়ে। রোনালদো আর কতক্ষণ বসে থাকবেন? চার গ্যালাক্সি খেলোয়াড়কে কাটিয়ে দেখার মতো একটি গোল করেন। আর ৫৮ মিনিটে করিম বেনজেমার গোলে রিয়ালের বড় জয় নিশ্চিত হয়ে যায়।
অ্যাডাম ক্রিস্টম্যানের 'হেড' এর কল্যাণে ৬৮ মিনিটে একটি গোল শোধ করে এলএ গ্যালাক্সি।
ম্যাচ শেষে আবেগে আপ্লুত বেকহাম বলেন, "আমার জন্য আবেগী একটি রাত। রিয়াল ছাড়ার পর এই প্রথম তাদের বিপক্ষে মাঠে নামলাম। যখন রিয়ালের তারকা খেলোয়াড়দের দেখি, সেই সব বন্ধুদের দেখি যাদের সঙ্গে একসময় খেলতাম; মনে পড়ে যায় অনেক স্মৃতি।"
আর রোনালদো সমর্থকদের পুরোটা সময় সমর্থনের জন্য ধন্যবাদ জানান, "সমর্থকরা দারুণ। তবে আমরা জিতেছি এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আমরা খুশি।"
"কঠোর অনুশীলনের কারণেই নতুন মৌসুমের এমন দারুণ সূচনা হলো," যোগ করেন রোনালদো।
অপর খেলায় যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যান সিটির গোল দুটো করেন রায়ান ম্যাকগিভান ও শন রাইট ফিলিপস।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএনএম/১৯০৫ ঘ.