সেরা তারকা নিয়েও ৪ খেলায় মাত্র ৫ গোল

অনেকের মতে, এখন বিশ্বের সেরা আক্রমণভাগ আর্জেন্টিনার। দিয়াগো ম্যারাদোনার দেশের তারকারা ইউরোপ মাতিয়ে রাখলেও কোপা আমেরিকার চারটি খেলায় মাত্র পাঁচটি গোল করেই বিদায় নিলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 July 2011, 01:32 AM
Updated : 17 July 2011, 01:32 AM
ঢাকা, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অনেকের মতে, এখন বিশ্বের সেরা আক্রমণভাগ আর্জেন্টিনার। দিয়াগো ম্যারাদোনার দেশের তারকারা ইউরোপ মাতিয়ে রাখলেও কোপা আমেরিকার চারটি খেলায় মাত্র পাঁচটি গোল করেই বিদায় নিলো।
আর্জেন্টিনার আক্রমণভাগের প্রধান পাঁচ অস্ত্র লিওনেল মেসি, কার্লোস তেভেজ, গঞ্জালো হিগুয়াইন, দিয়াগো মিলিতো ও সার্জিও অ্যাগুয়েরো।
এবারের কোপায় গ্র"প পর্যায়ে কোস্টরিকাকে ৩-০ গোলে হারালেও বলিভিয়ার সঙ্গে ১-১ এবং কলম্বিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করে আর্জেন্টিনা।
আর্জেন্টিনা তাদের আক্রমণ সাজায় মূলত লিওনেল মেসিকে কেন্দ্র করে। তবে আর্জেন্টিনার হয়ে অনেকটাই নি