ঢাকা, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অতিরিক্ত সময়ের দুই গোলে কলম্বিয়াকে হারিয়ে কোপা আমেরিকা কাপে প্রথম দল হিসেবে সেমিফাইনালে উঠেছে পেরু।
শনিবারের এ খেলায় পেরুর পক্ষে গোল দুটি করেন কার্লোস লোবাতন ও হুয়ান ম্যানুয়েল ভার্গাস।
উভয় দলই আত্মবিশ্বাস নিয়ে খেলা শুরু করে। কলম্বিয়ার আক্রমণে নেতৃত্ব দিচ্ছিলেন ফ্যালকাও ও আদ্রিয়ান রামোস। আর পেরুর হয়ে দারুণ খেলছিলেন তাদের রক্ষণভাগের খেলোয়াড় হুয়ান ম্যানুয়েল ভার্গাস। এই দিন ভার্গাস কিছুটা উপরে উঠে খেলছিলেন। ফলে মাঝমাঠে বাড়তি সুবিধা পাচ্ছিল পেরু।
উভয় দলই বেশ কয়েকটি সুযোগ পেলেও কেউই গোলের দেখা পাচ্ছিলো না।
দ্বিতীয়ার্ধে উভয় দলই একটু যেন একটু ঝিমিয়ে যায়। খেলার চেয়ে ধাক্কা-ধাক্কিতে তাদের বেশি ব্যস্ত থাকতে দেখা যায়।
কলম্বিয়ার আক্রমণভাগের খেলোয়াড় দেরো মরেনোকে বক্সের মধ্যে অবৈধভাবে বাধা দেয় পেরুর রক্ষণভাগের একজন খেলোয়াড়। পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
পেনাল্টি নিতে আসেন কলম্বিয়ার আক্রমণভাগের সেরা খেলোয়াড় ফ্যালকাও। দুর্ভাগ্য ফ্যালকাওর! দুর্ভাগ্য কলম্বিয়ার! এগিয়ে যাওয়ার এ সহজ সুযোগটি হাতছাড়া হয় তাদের।
কলম্বিয়ার গোলের আরো কিছু সুযোগও নষ্ট হয় পেরু গোলরক্ষক রাউল ফার্নান্দেজের দক্ষতায়।
নির্ধারিত সময়ে কোনো দল গোলের দেখা না পাওয়ায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে।
অতিরিক্ত সময়েও বল নিজেদের নিয়ন্ত্রণে রেখে খেলতে থাকে কলম্বিয়া। তবে খেলার ধারা বিপরীতে ১০১ মিনিটে গোল করে পেরুকে এগিয়ে নেন লোবাতন। আড়াআড়ি শট থেকে উড়ে আসা একটি বল ধরতে ব্যর্থ হন কলম্বিয়ার গোলরক্ষক লুইস মার্টিনেজ। বল গিয়ে পড়ে ৩১ বছর বয়সী লোবাতনের সামনে। গোল করতে কোনো অসুবিধা হয়নি তার।
১১ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন ভার্গেস। সেই সঙ্গে চুরমার হয়ে যায় 'এ' গ্র"পের শীর্ষ দল কলম্বিয়ার সেমিফাইনালে উঠার স্বপ্ন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এমআই/১১০০ ঘ.