আনসার চ্যাম্পিয়ন

মেয়েদের জাতীয় ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আনসার। ফাইনালে তারা ৪-০ গোলে হারায় নারায়ণগঞ্জ জেলাকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 July 2011, 10:34 AM
Updated : 11 July 2011, 10:34 AM
ঢাকা, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ) - মেয়েদের জাতীয় ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আনসার। ফাইনালে তারা ৪-০ গোলে হারায় নারায়ণগঞ্জ জেলাকে।
চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে খেলার শুরু থেকেই নারায়ণগঞ্জকে চেপে ধরে আনসার। আক্ষরিক অর্থেই প্রতিরোধ গড়ার কোনো সুযোগই দেয়নি তারা নারায়ণগঞ্জকে।
খেলার মাত্র ৫ মিনিটে নুবাই চিং মারমার গোলে এগিয়ে যায় আনসার। ঠিক ৫ মিনিট পর অংম্রাচিং মারমা ব্যবধান বাড়ান। তৃতীয় গোলটি দেন রূপালী চাকমা, ৫৩ মিনিটে। ৬২ মিনিটে নারায়ণগঞ্জের কফিনে শেষ পেরেকটি ঠোকেন জাহনারা আক্তার।
প্রতিযোগিতার সেরা খেলোয়াড় হন যশোর জেলার আকলিমা খাতুন। পুরস্কার হিসেবে তাকে দেয়া হয় ৫ হাজার টাকা।
সর্বোচ্চ গোলদাতা হন আনসারের অংম্রাচিং মারমা। তিনি গোল করেন ১৩টি। তাকেও ৫ হাজার টাকা পুরস্কার দেয়া হয়। আর 'ফেয়ার প্লে'র পুরষ্কার পায় কিশোরগঞ্জ জেলা।
চ্যাম্পিয়ন হওয়ায় আনসার পায় ৫০ হাজার টাকা। ২৫ হাজার টাকা পায় রানার্সআপ নারায়ণগঞ্জ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/২২১৯ ঘ.