১৪ বছর বয়সী দর্শকের পান ভাঙার ঘটনায় পুলিশের কাছে হাজিরা দিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের তারকা।
২৮ বছর বয়সী আর্জেন্টাইন তারকা সোমবার ক্লাবটিতে যোগ দিতে রাজি হয়েছেন। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, তিন বছরের চুক্তিতে সেখানে যোগ দিতে যাচ্ছেন দিবালা। চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ানোর সুযোগ থাকবে। প্রতি মৌসুমে সব মিলিয়ে ৬০ লাখ ইউরো পাবেন তিনি।
দিবালা এরই মধ্যে পর্তুগালে পৌঁছেছেন, রোমায় যাওয়ার আগে যেখানে তার স্বাস্থ্য পরীক্ষা হবে।
কোচ জোসে মরিনিয়োর রোমা এই মুহূর্তে প্রাক-মৌসুম প্রস্তুতি চালিয়ে যাচ্ছে। দিবালা আনুষ্ঠানিকভাবে চুক্তিতে স্বাক্ষর করলেই তাকে দলে অন্তর্ভূক্ত করা হবে।
স্পোর্তিং সিপির বিপক্ষে মঙ্গলবার প্রীতি ম্যাচ খেলবে রোমা। ম্যাচটিতে দিবালার খেলার সম্ভাবনাও রয়েছে।
পর্তুগালে পৌঁছে দিবালা ছোট্ট মন্তব্যে নিজের অনুভূতি প্রকাশ করেন, “আমি খুব খুশি। ১০ নম্বর জার্সি? আমরা এনিয়ে কথা বলবো।”