প্রিমিয়ার লিগে চেলসি-টটেনহ্যামের ম্যাচজুড়ে উত্তেজনার পর ম্যাচ শেষেও লেগে গেল দুই কোচের।
যুক্তরাষ্ট্রের ওরিগনে রোববার ১০.৬৭ সেকেন্ড সময় নিয়ে টানা দ্বিতীয়বারের মতো সেরা হন ফ্রেজার-প্রাইস। ১০.৭৩ সেকেন্ড সময় নিয়ে রুপা জেতেন তার স্বদেশি শেরিকা জ্যাকসন। এলেইন টম্পসন ব্রোঞ্জ জিততে সময় নেন ১০.৮১ সেকেন্ড।
বাঁ থেকে শেরিকা জ্যাকসন, শেলি-অ্যান ফ্রেজার-প্রাইস ও এলেইন টম্পসন
এই প্রথম কোনো দেশ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে মেয়েদের ১০০ মিটারে প্রথম, দ্বিতীয়, তৃতীয়- তিন পদকই জিতল। আগের দিন ছেলেদের ১০০ মিটারে এটি করে দেখায় যুক্তরাষ্ট্র, ১৯৯১ সালের পর যা প্রথম।
জ্যামাইকার এই ত্রয়ী গত বছর টোকিও অলিম্পিকসেও কীর্তিটি গড়েছিলেন। ২০০৮ সালের বেইজিং অলিম্পিকসেও এই কীর্তি গড়েছিলেন জ্যামাইকার মেয়েরা।