বায়ার্নে নতুন চুক্তিতে জিনাব্রি 

শোনা যাচ্ছিল, এই গ্রীষ্মের দলবদলে বায়ার্ন মিউনিখ ছাড়তে পারেন সের্গে জিনাব্রি। তা না করে চুক্তির মেয়াদ বাড়িয়ে লম্বা সময়ের জন্য এখানেই থেকে গেলেন তিনি। বুন্ডেসলিগা চ্যাম্পিয়নদের সঙ্গে ২০২৬ সাল পর্যন্ত নতুন চুক্তি করেছেন জার্মান ফুটবলার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 July 2022, 04:54 PM
Updated : 16 July 2022, 04:55 PM

ক্লাবের ওয়েবসাইটে এক বিবৃতিতে শনিবার বিষয়টি জানায় বায়ার্ন। ২০২৩ সালে শেষ হতো জিনাব্রির চুক্তির মেয়াদ।

গণমাধ্যমের খবর, জিনাব্রিকে দলে পেতে আগ্রহী ক্লাবগুলোর মধ্যে ছিল রিয়াল মাদ্রিদ, চেলসি ও আর্সেনাল। নতুন চুক্তিতে রাজি না হলে তাকে বিক্রি করে দিত বায়ার্ন।

গত কয়েক মৌসুমে দলের সাফল্যের মূল নায়ক রবের্ত লেভানদোভস্কি যে আর থাকছেন না এবং বার্সেলোনায় যোগ দিতে যাচ্ছেন-বিষয়টি এদিনই নিশ্চিত করেছে বায়ার্ন। তাই জিনাব্রির চুক্তির মেয়াদ বাড়ানোর ঘোষণা সমর্থকদের কিছুটা হলেও স্বস্তি দেবে।

২০১৭ সালে বায়ার্নে যোগ দেওয়ার পর থেকে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৭১টি ম্যাচ খেলেছেন জিনাব্রি। গোল করেছেন ৬৪টি। প্রতি মৌসুমে বুন্ডেসলিগার জয়ের পাশাপাশি একবার জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা।