জাতীয় স্কুল ফুটবলে চ্যাম্পিয়ন নীলফামারীর ছমির উদ্দিন স্কুল

যশোরের বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়কে হারিয়ে জাতীয় স্কুল ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে নীলফামারীর ছমির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজ।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 July 2022, 02:41 PM
Updated : 6 July 2022, 02:41 PM

পল্টনের আউটার স্টেডিয়ামে বুধবার ফাইনালে ১-০ গোলে জেতে ছমির উদ্দিন স্কুল। ম্যাচের দশম মিনিটে একমাত্র গোলটি করেন নাঈম ইসলাম।

বাফুফের ব্যবস্থাপনায় গত মে মাসে ৫১টি জেলার ৫১ স্কুল নিয়ে শুরু হয়েছিল প্রতিযোগিতার আঞ্চলিক পর্বের খেলা। পরে আটটি ভেন্যুর আট চ্যাম্পিয়নদের নিয়ে ২৮ জুন ঢাকায় শুরু হয় চূড়ান্ত পর্বের খেলা।

ফাইনালের সেরা খেলোয়াড় হয়েছেন জয়ী দলের জিলকত হোসেন। ৭ গোল করে আসরের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিতেছেন ফাইনালের একমাত্র গোলদাতা নাঈম।

আসরের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের সাইদুর রহমান রাহুল। সেরা গোলরক্ষকের পুরস্কার পেয়েছেন নোয়াখালীর অরুণ চন্দ্র হাই স্কুলের সৌরভ সরকার। ফেয়ার প্লে ট্রফি দেওয়া হয়েছে হবিগঞ্জের আলী ইদ্রিস হাই স্কুলকে।