নেদারল্যান্ডসের মালাসিয়াকে দলে টানল ইউনাইটেড

রক্ষণে শক্তি বাড়িয়েছে ম‍্যানচেস্টার ইউনাইটেড। নেদারল্যান্ডসের তরুণ লেফট ব্যাক তাইরেল মালাসিয়াকে দলে নিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 July 2022, 04:52 PM
Updated : 5 July 2022, 04:52 PM

ইউনাইটেড মঙ্গলবার এক বিবৃতিতে জানায়, মালাসিয়ার সঙ্গে চুক্তি ২০২৬ সাল পর্যন্ত। এতে মেয়াদ আরও এক বছর বাড়ানোর সুযোগ রাখা হয়েছে।

ডাচ ক্লাব ফেইনুর্ড থেকে আসা এই ডিফেন্ডারের ট্রান্সফার ফি নিয়ে কিছু বলেনি ইউনাইটেড। ব্রিটিশ গণমাধ্যমের খবর, প্রায় এক কোটি ৩০ লাখ পাউন্ডে ২২ বছর বয়সী মালাসিয়ার সঙ্গে চুক্তি করেছে তারা। সঙ্গে যোগ হতে পারে ১৭ লাখ পাউন্ড।

ফেইনুর্ড একাডেমিতে বেড়ে ওঠা মালাসিয়া দলটির হয়ে ২০২১-২২ মৌসুমে সব প্রতিযোগিতা মিলে ৫০ ম্যাচ খেলেছেন। এখন পর্যন্ত নেদারল‍্যান্ডসের হয়ে খেলেছেন পাঁচ ম্যাচে।

এরিক টেন হাগের ইউনাইটেডের শুরুর একাদশে জায়গা করে নিতে হলে মালাসিয়াকে লড়াই করতে হবে লুক শ ও অ্যালেক্স তেলেসের সঙ্গে।

গত মৌসুম একদম ভালো কাটেনি ইউনাইটেডের। ষষ্ঠ স্থানে থেকে প্রিমিয়ার লিগ শেষ করায় চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নিতে ব্যর্থ হয়েছে। আগামী ৭ অগাস্ট ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন মৌসুম শুরু করবে দলটি।