ফ্রি ট্রান্সফারে এসি মিলানে ওরিগি

আক্রমণভাগে শক্তি বাড়াল সেরি আ চ্যাম্পিয়ন এসি মিলান। ফ্রি ট্রান্সফারে তারা দলে টানল সাবেক লিভারপুল স্ট্রাইকার দিভোক ওরিগিকে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 July 2022, 03:36 PM
Updated : 5 July 2022, 03:36 PM

ইতালিয়ান ক্লাবটি মঙ্গলবার এক বিবৃতিতে বিষয়টি জানায়। ক্লাবটির সঙ্গে ২৭ বছর বয়সী ফুটবলারের চুক্তির মেয়াদ ২০২৬ সালে জুন পর্যন্ত।

ফরাসি ক্লাব লিল থেকে ২০১৫-১৬ মৌসুমে লিভারপুলে যোগ দেন ওরিগি। গত মৌসুম শেষে অ্যানফিল্ডের ক্লাবটি ছাড়েন এই বেলজিয়ান। মাঝে এক মৌসুম তিনি ধারে খেলেন জার্মান ক্লাব ভলফসবুর্গে।

লিভারপুলের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৭৫ ম্যাচ খেলে ওরিগি গোল করেন ৪১টি। এর মধ্যে আছে স্মরণীয় কিছু গোল।

২০১৮ সালে প্রিমিয়ার লিগে এভারটনের বিপক্ষে তার ৯৫তম মিনিটের জয়সূচক গোলের পর মাঠজুড়ে দৌড়ে উদযাপন করেছিলেন কোচ ইয়ুর্গেন ক্লপ। ২০১৯ সালের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে ম্যাচের মোড় পাল্টে দেওয়া দ্বিতীয় গোলটি করেন তিনি। সেবার সেমি-ফাইনালে বার্সেলোনার বিপক্ষে ৪-০ গোলে জয়ের ম্যাচে তার গোল ছিল দুটি।

এবার এসি মিলানের হয়ে নিজেকে মেলে ধরার পালা ওরিগির। কোচ স্তেফানো পিওলির হাত ধরে ১১ বছরের মধ্যে প্রথমবার গত মৌসুমে লিগ শিরোপা ঘরে তোলে দলটি।