ফিফা অনূর্ধ্ব-২০ উইমেন’স বিশ্বকাপে মুখোমুখি জাপান ও নেদারল্যান্ডস।
ইউক্রেইনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকে দেশটির ওপর পড়তে শুরু করে নানা রকম নিষেধাজ্ঞা। দেশটির ক্রীড়াক্ষেত্রেও পড়ে তার প্রভাব। সেই ধারাবাহিকতায় আসে উইম্বলডনে নিষেধাজ্ঞা।
এর জন্য দা অল ইংল্যান্ড লন টেনিস ক্লাবকে ২ লাখ ৭ হাজার পাউন্ড এবং দা লন টেনিস অ্যাসোসিয়েশনকে ৬ লাখ ২০ হাজার পাউন্ড জরিমানা করেছে ডব্লিউটিএ।
এই শাস্তির বিরুদ্ধে আপিল করেছে দুটি সংস্থাই। অল ইংল্যান্ড লন টেনিস ক্লাবের প্রধান নির্বাহী স্যালি বোল্টন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘হ্যাঁ, আমরা আপিল করেছি।’
কোনো শুনানি হওয়ার আগেই অবশ্য পুরো জরিমানা পরিশোধ করতে হবে উইম্বলডন আয়োজকদের।