কক্সবাজারে টেকনিক্যাল সেন্টারের জন্য জায়গা পেল বাফুফে

বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছিল কক্সবাজারে টেকনিক্যাল সেন্টার (সেন্টার অব এক্সিলেন্স) করবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এবার তার কার্যক্রম শুরু হলো। টেকনিক্যাল সেন্টার নির্মাণের জন্য কক্সবাজারের খুনিয়াপালংয়ে ২০ একর জমি বরাদ্দ পেয়েছে দেশের ফুটবলের নিয়ন্তা সংস্থাটি।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 July 2022, 02:58 PM
Updated : 4 July 2022, 02:58 PM

সোমবার বাফুফের প্রতিনিধিদের কাছে বরাদ্দকৃত ২০ একর জমি হস্তান্তর করেছে খুনিয়াপালং মৌজা বন অধিদপ্তর। হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফিফার রিজিওনাল অফিস ডেভলপমেন্ট ম্যানেজার প্রিন্স রুফুসও।

অত্যাধুনিক এই টেকনিক্যাল সেন্টারে খেলাধুলার সব ধরণের সুবিধা রাখার প্রতিশ্রুতি দিয়েছে বাফুফে। জাতীয় দলের কার্যক্রমের পাশাপাশি বয়সভিত্তিক দলগুলোর উন্নতির জন্য ডেভেলপমেন্ট প্রোগ্রাম হবে এখানে।

দেরিতে হলেও টেকনিক্যাল সেন্টারের জমি বুঝে পাওয়ার স্বস্তি নিয়ে দ্রুত কাজ শুরুর আশাবাদ জানিয়েছেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ।

“গত ডিসেম্বরে জমির জন্য আমাদেরকে তাগিদ দিচ্ছিল ফিফা। দেরি হলেও আমরা জমি বুঝে পেয়েছি। আশা করছি দ্রুত টেকনিক্যাল সেন্টারের কাজ শুরু হবে। টেকনিক্যাল সেন্টার নির্মাণে ফিফাও দ্রুত কাজ শুরু করতে চায়। কিছু অফিশিয়াল আনুষ্ঠানিকতা বাকি আছে; এরপরই দ্রুত টেকনিক্যাল সেন্টারের কাজ শুরু হবে।”