ফ্রি ট্রান্সফারে বার্সেলোনায় কেসিয়ে

চার বছরের চুক্তিতে ফঁক কেসিয়েকে দলে টেনেছে বার্সেলোনা। এসি মিলানের সঙ্গে চুক্তি শেষ হয়ে যাওয়ায় কোত দি ভোয়ার এই মিডফিল্ডারকে ফ্রি ট্রান্সফারেই পেয়েছে স্পেনের দলটি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 July 2022, 01:13 PM
Updated : 4 July 2022, 01:13 PM

নিজেদের ওয়েবসাইটে সোমবার এক বিবৃতিতে কেসিয়েকে দলে ভেড়ানোর কথা জানায় বার্সেলোনা। চুক্তির মেয়াদ ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত। বাই আউট ক্লজ ধরা হয়েছে ৫০ কোটি ইউরো।

আগামী বুধবার ২৫ বছর বয়সী কেসিয়েকে নিজেদের খেলোয়াড় হিসেবে পরিচয় করিয়ে দেবে বার্সেলোনা।

২০১৬-১৭ মৌসুমে আতালান্তার হয়ে দুর্দান্ত খেলে সেরি আ জায়ান্ট এসি মিলানের নজর কাড়েন ফঁক কেসিয়ে। ২০১৭ সালে ধারে ক্লাবটিতে পাড়ি দেন। ২০১৯ সালে পাকাপাকিভাবে তাকে দলে টানে মিলান। এ জন্য তাদের খরচ হয়েছিল ৩ কোটি ৩০ লাখ ইউরো।

মিলানে পাঁচ বছরের অধ্যায়ে পরিপূর্ণ একজন মিডফিল্ডার হিসেবে নিজেকে মেলে ধরেন কেসিয়ে। নিজে গোলে করেন, সতীর্থদের গোলে অবদান রাখার সঙ্গে সহায়তা করেন রক্ষণেও।

২০২১-২২ মৌসুমে সেরি আ জয়ের মধ্য দিয়ে মিলান অধ্যায়ের ইতি টানেন কেসিয়ে। ১১ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে লিগ শিরোপা পায় মিলান।