ইন্টারে যোগ দিয়ে ক্যামেরুনের গোলরক্ষক ওনানার ‘স্বপ্নপূরণ’

আয়াক্সে চুক্তির মেয়াদ শেষে ইন্টার মিলানে যোগ দিলেন ক্যামেরুনের গোলরক্ষক আন্দ্রে ওনানা। ইতালিয়ান ক্লাবটিতে নাম লিখিযে তিনি বললেন, অনেকদিনের একটা স্বপ্ন পূরণ হলো।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 July 2022, 05:35 PM
Updated : 1 July 2022, 05:35 PM

সেরি আর ক্লাবটি শুক্রবার ওনানাকে দলে টানার বিষয়টি জানিয়েছে। চুক্তির মেয়াদ সম্পর্কে কিছু জানানো হয়নি। গনমাধ্যমের খবর, পাঁচ বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন ২৬ বছর বয়সী এই ফুটবলার।

ইন্টারে যোগ দেওয়ার পর নিজের টুইটার একাউন্টে উচ্ছ্বসিত প্রতিক্রিয়া জানিয়েছেন ওনানা। 

“স্বপ্ন সত্যি হলো। আমার নতুন ক্লাব ইন্টারে যোগ দিতে পেরে আমি খুব রোমাঞ্চিত। আমার স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য আমি (ক্লাব) সভাপতি, ইন্টারের পুরো বোর্ড, কোচকে ধন্যবাদ জানাতে চাই।”

ক্যামেরুনের চতুর্থ খেলোয়াড় হিসেবে ইন্টারে যোগ দিলেন ওনানা। তার আগে দলটির হয়ে খেলেছেন সামুয়েল ইতো, ড‍্যানিয়েল মা বোমসং ও পিয়েরে উম। আর প্রথম আফ্রিকান গোলরক্ষক হিসেবে ইন্টারকে প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন ওনানা।