আর্মিনিয়ার গোলরক্ষক ওর্টেগাকে দলে টানল সিটি

জার্মানির ক্লাব আর্মিনিয়া বিলেফেল্ডের গোলরক্ষক স্টেফান ওর্টেগাকে নিজেদের তাঁবুতে টেনেছে ম্যানচেস্টার সিটি। ২৯ বছর বয়সী এই জার্মানের সঙ্গে তিন বছরের চুক্তি করেছে ইংলিশ ক্লাবটি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 July 2022, 01:51 PM
Updated : 1 July 2022, 01:51 PM

প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা শুক্রবার ওর্টেগাকে দলে নেওয়ার কথা নিশ্চিত করে।

২০২১-২২ মৌসুমে বুন্ডেসলিগা থেকে অবনমিত হয়ে যাওয়া আর্মিনিয়ার ৩৪ লিগ ম্যাচের ৩৩টিই খেলেন ওর্টেগা। ক্লাবটির সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তাকে ফ্রি ট্রান্সফারে পেল সিটি।

ইংলিশ দলটিতে যোগ দিতে পেরে দারুন খুশি ওর্টেগা।

“আমার ক্যারিয়ারের জন্য এটা দারুণ এক পদক্ষেপ। ম্যানচেস্টার সিটি দুর্দান্ত একটি দল- স্কোয়াডে যাদের প্রতিটি জায়গায় বিশ্বমানের খেলোয়াড় আছে।”

ওর্টেগা মূলত সিটির ব্যাকআপ গোলরক্ষক হিসেবে থাকবেন। এক নম্বর গোলরক্ষক হিসেবে আগে থেকেই আছেন এদেরসন।

গত এপ্রিলে লিভারপুলের বিপক্ষে এফএ কাপের সেমি-ফাইনালে জ্যাক স্টেফানের ভুলের মাশুল দিতে হয়েছিল সিটিকে। যুক্তরাষ্ট্রের এই গোলরক্ষক এবার ক্লাব ছাড়তে চাচ্ছেন বলে গণমাধ্যমের খবর।