উইম্বলডন থেকে ছিটকে গেলেন বেররেত্তিনি

উইম্বলডন মিশন শুরুর আগেই শেষ হয়ে গেল মাত্তেও বেররেত্তিনির। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আসর থেকে নাম প্রত্যাহার করে নিলেন ইতালিয়ান এই খেলোয়াড়।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 June 2022, 12:43 PM
Updated : 28 June 2022, 12:43 PM

প্রথম রাউন্ডে মঙ্গলবার চিলির ক্রিস্তিয়ান গারিনের মুখোমুখি হওয়ার কথা ছিল তার। ম্যাচের কয়েক ঘণ্টা আগে কোভিড-১৯ আক্রান্ত হওয়ার কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই জানান গত উইম্বলডনে ফাইনাল খেলা বেররেত্তিনি।

২০২১ সালের উইম্বলডনে নোভাক জোকোভিচের বিপক্ষে ফাইনালে হেরে প্রথম গ্র্যান্ড স্ল্যাম জয়ের স্বপ্ন ভাঙে বেররেত্তিনির।

কোভিড-১৯ পজিটিভ হয়ে এই বছরের উইম্বলডন থেকে সরে দাঁড়ানো দ্বিতীয় খেলোয়াড় বেররেত্তিনি। একই কারণে সোমবার ছিটকে যান ক্রোয়েশিয়ার মারিন সিলিচ।

দারুণ ছন্দে থাকার পরও এই টুর্নামেন্টে খেলতে না পারায় ভীষণ হতাশ বেররেত্তিনি।

“আমি যে চরম হতাশা অনুভব করছি, তা বর্ণনা করার মতো ভাষা আমার জানা নেই। এই বছরের জন্য স্বপ্নটা শেষ, তবে আমি আরও শক্তিশালী হয়ে ফিরে আসব।”