নিঃস্বার্থ মানসিকতার কারণে মানেকে দলে টেনেছে বায়ার্ন: নাগেলসমান
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Jun 2022 10:02 PM BdST Updated: 23 Jun 2022 10:02 PM BdST
প্রথম আলাপেই সাদিও মানেকে মনে ধরে যায় ইউলিয়ান নাগেলসমানের। সেনেগালের এই ফরোয়ার্ডের নিঃস্বার্থ মনোভাব তাকে দলে টানার ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছিল বলে জানালেন বায়ার্ন মিউনিখ কোচ।
তিন বছরের চুক্তিতে গত বুধবার লিভারপুল থেকে বায়ার্নে যোগ দেন মানে। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, তাকে কিনতে চার কোটি ইউরো খরচ হয়েছে জার্মান ক্লাবটির।
এত অর্থ খরচ করতে বায়ার্নকে বাড়তি অনুপ্রেরণা জুগিয়েছে মানের দল অন্তপ্রাণ মানসিকতা। আনুষ্ঠানিকভাবে তাকে বায়ার্নের খেলোয়াড় হিসেবে পরিচয় করিয়ে দেওয়ার অনুষ্ঠানে মানে বলেন, দলের প্রয়োজনে তিন বা চারটি পজিশনে খেলতেও আপত্তি নেই তার।
লিভারপুলে থাকতেও বেশ কয়েকটি পজিশনে খেলতে দেখা গেছে তাকে। সবসময়ই নিজের কাজটা সবসময়ই ঠিকঠাকমতো করে অবদান রেখেছেন দলটির সাফল্যে। তবে দলে রবের্তো ফিরমিনো, মোহামেদ সালাহদের মতো তারকা থাকায় অধিকাংশ সময়ই আড়ালে থাকতে হয়েছিল মানেকে। এটা নিয়ে কখনও অবশ্য অসন্তোষ প্রকাশ করেননি তিনি।
নিজের চেয়ে দলের স্বার্থ এগিয়ে রাখা মানের এই মানসিকতাই বড় ভূমিকা রেখেছিল তার প্রতি বায়ার্নের আগ্রহে। জার্মান ক্লাবটির ওয়েবসাইটে বৃহস্পতিবার নাগেলসমান তুলে ধরলেন, প্রথম কথোপকথনে বায়ার্নের প্রতি মানের নিবেদন দেখে তাকে দলে টানার জন্য তাদের আগ্রহ বেড়ে গিয়েছিল।
“প্রথম কথোপকথন থেকেই সে খুব নিঃস্বার্থ মনোভাব দেখিয়েছিল, যা এত বড় মাপের একজন খেলোয়াড়ের জন্য অসাধারণ ব্যাপার। সে খুব বিনয়ের সঙ্গে বলেছিল, সে যেকোনো পজিশনে খেলতে পারবে।”
“প্রথম কথোপকথনে এমনটা দেখা বিরল অভিজ্ঞতা, যেখানে একজন খেলোয়াড় নিজেকে পুরোপুরিভাবে ক্লাব ও কোচের জন্য নিবেদন করে। এটিই তাকে দলে টানার জন্য আমাদের তাগিদ আরও বাড়িয়ে দিয়েছিল।”
নাগেলসমানের বিশ্বাস, মানের ভিন্ন ভিন্ন পজিশনে খেলতে পারার দক্ষতা বায়ার্নকে বাড়তি সুবিধা দেবে।
“কখনও কখনও আর্থিক সীমাবদ্ধতা আমাদের আঘাত করে, বিশেষ করে যারা ইংল্যান্ডে খেলছে তাদের দলে টানার ক্ষেত্রে। সাদিওর ক্ষেত্রে এটি ভিন্ন ছিল, কারণ আমাদের পরিকল্পনা, আমাদের ক্লাব এবং সতীর্থদের প্রতি শুরু থেকেই তার মধ্যে আগ্রহ দেখতে পেয়েছি। তাকে পেয়ে আমি আনন্দিত।”
বায়ার্নে গত কয়েক মৌসুম ধরে ধারাবাহিকভাবে দুর্দান্ত খেলে চলেছেন রবের্ত লেভানদোভস্কি। গোলের পর গোল করছেন। তবে ২০২১-২২ মৌসুম শেষে তিনি জানিয়ে, দিয়েছেন আর থাকতে চান না এখানে। তাই মাঠে মানের পজিশনের ক্ষেত্রে পোলিশ তারকা থাকলে একরকম আবার চলে গেলে অন্যরকম হতে পারে। কোচের কথাওতে তেমনই ইঙ্গিত মিলল।
“আমাদের অপেক্ষা করতে হবে এবং দলবদলে কী হয়, তা দেখতে হবে। তবে সাদিও এমন একজন খেলোয়াড় যে সহজেই চার বা পাঁচটি পজিশনে খেলতে পারে - এবং ম্যাচ চলাকালীন সময়ও (পজিশন) পরিবর্তন করতে পারে।”
২০১৬ সালে লিভারপুলে যোগ দেওয়ার পর থেকে ক্লাবটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৬৯ ম্যাচ খেলেছেন মানে, গোল করেছেন ১২০টি। দলটির হয়ে ২০১৮-১৯ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পরের মৌসুমে জেতেন প্রিমিয়ার লিগ শিরোপা। বিদায়ী মৌসুমেও দারুণ ছন্দে ছিলেন তিনি, সব প্রতিযোগিতা মিলিয়ে ২৩ গোল করে অবদান রাখেন দলটির লিগ কাপ ও এফএ কাপ জয়ে।
-
মারিয়া-কৃষ্ণাদের তৃপ্তি-অতৃপ্তি
-
টিভিতে আজ
-
১৭টি কর্নার পেয়েও কাজে লাগাতে না পারার আক্ষেপ ছোটনের
-
‘সুযোগ কাজে লাগিয়ে’ দিবালাকে ইন্টারে চান মিলিতো
-
দ্বিতীয় ম্যাচে ড্র করে সিরিজ জিতল বাংলাদেশ
-
দুই ব্রাজিলিয়ানের নৈপুণ্যে কিংসের জয়
-
বিশ্বকাপে খেলা নিয়ে নিশ্চিত নন দি মারিয়া
-
উইম্বলডনে ফেদেরারের অভাব অনুভব করছেন নাদাল
সর্বাধিক পঠিত
- পদ্মা সেতুতে দুর্ঘটনা এবং পুলিশের ছিটমহলের গল্প
- পদ্মা সেতুর নাটবল্টু খুলে ‘টিকটক’: সেই যুবক গ্রেপ্তার
- হজে গিয়ে ভিক্ষা, বাংলাদেশি গ্রেপ্তার
- পদ্মা সেতুতে বাইক দুর্ঘটনায় ঝরল দুই প্রাণ
- পদ্মা সেতুতে মোটর বাইক ওঠা নিষিদ্ধ হল
- সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা বললেন তরুণী?
- পুলিশের সামনে শিক্ষকের গলায় জুতার মালা: চলছে প্রতিবাদ
- ধানের শীষ নিয়ে জেতা সুলতান মনসুরের কাছে বিএনপি এখন ‘নো পার্টি’
- ‘বাঁশের সাঁকোতে উঠে পদ্মা সেতু নিয়ে ব্যঙ্গ’, ২ যুবককে পিটুনি
- পদ্মা সেতুতে উঠবেন কি না, ‘ভয়ে’ বিএনপির হারুন