‘এমবাপে-ডে ব্রুইনেদের কাতারেই ভিনিসিউস’
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Jun 2022 06:43 PM BdST Updated: 23 Jun 2022 07:10 PM BdST
আগের তিন মৌসুম মিলিয়ে যা করেছিলেন, গত মৌসুমেই তা ছাড়িয়ে গেলেন ভিনিসিউস জুনিয়র। এই মুহূর্তে তাকে সময়ের সেরাদের মধ্যেই দেখেন রিভালদো। ব্রাজিলের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার মনে করেন, কিলিয়ান এমবাপে, কেভিন ডে ব্রুইনের কাতারেই ভিনিসিউসের অবস্থান।
অনেক সম্ভাবনা নিয়ে ২০১৮ সালে রিয়ালে যোগ দেন ভিনিসিউস। মাঝে মধ্যে ঝলক দেখালেও ধারাবাহিকতার অভাব ছিল তার খেলায়। ফিনিশিংয়েও দুর্বলতা ছিল চোখে পড়ার মতো। কিন্তু ২০২১-২২ মৌসুমে তাকে দেখা যায় ভিন্ন রুপে।
রিয়ালের লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ জয়ে ভিনিসিউসের ছিল গুরুত্বপূর্ণ অবদান। লিভারপুলের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তার গোলেই জেতে রিয়াল। সব প্রতিযোগিতা মিলিয়ে ৫২ ম্যাচে ২২ গোল করেন তিনি, নামের পাশে অ্যাসিস্ট ছিল ১৬টি।
ইউরোপের পাঁচটি শীর্ষ লিগে গোল ও অ্যাসিস্ট মিলিয়ে তার চেয়ে এগিয়ে ছিলেন কেবল চার জন - এমবাপে (৬০), করিম বেনজেমা (৫৯), ক্রিস্টোফা এনকুকু (৫১) ও মোহামেদ সালাহ (৪৬)।
চলতি বছরের ব্যালন ডি’অর জেতার লড়াইয়ে অবশ্য আলোচনায় নেই ভিনিসিউস। এই খেতাব জয়ের সম্ভাবনায় সবার চেয়ে এগিয়ে আছেন তার ক্লাব সতীর্থ বেনজেমা।
তবে আগামী বছর ব্যালন ডি’অরের লড়াইয়ে ভালোভাবেই থাকতে পারেন ভিনিসিউস। বেটফেয়ারে নিজের কলামে বৃহস্পতিবার ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী তারকা লিখেছেন, সময়ের সেরাদের চ্যালেঞ্জ ছুঁড়ে দেবেন ভিনিসিউস।
“(নতুন) মৌসুম এখনও শুরু হয়নি, তাই (ব্যালন ডি'অর জেতার জন্য) ফেভারিটদের নাম বলা কঠিন, তবে আমি তাকে (ভিনিসিউস) কিলিয়ান এমবাপে, কেভিন ডে ব্রুইনে এবং অন্যদের পেছনে দেখছি না। চূড়ান্ত বিজয়ী নির্বাচনে প্রতিটি ক্লাব যেসব শিরোপা জিতবে তা খুব গুরুত্বপূর্ণ হবে।”
রিভালদো মনে করেন, উন্নতি ধরে রাখতে পারলে ভবিষ্যতে রিয়ালের আক্রমণের নেতা হতে পারেন ভিনিসিউস।
“রিয়াল মাদ্রিদের হয়ে একটি দুর্দান্ত মৌসুমের পর, যেখানে সে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে গোল করেছিল, আমি কেবল আশা করতে পারি এই তরুণ ব্রাজিলিয়ান একইভাবে তার উন্নতি অব্যাহত রাখবে।”
“গোলের সামনে সে অনেক উন্নতি করেছে এবং সে যদি এভাবে চালিয়ে যায়, তাহলে সে নিজেকে রিয়াল মাদ্রিদের তারকা বলে দাবি করতে পারবে। কারণ, করিম বেনজেমা একদিন অবসর নেবে।”
-
নেদারল্যান্ডসের মালাসিয়াকে দলে টানল ইউনাইটেড
-
ফ্রি ট্রান্সফারে এসি মিলানে ওরিগি
-
এক ম্যাচ নিষিদ্ধ ব্রাজিলিয়ান স্ট্রাইকার রিশার্লিসন
-
পিএসজির নতুন কোচ গালতিয়ে
-
ভাঙল পিএসজি-পচেত্তিনো জুটি
-
ধর্ষণের অভিযোগে প্রিমিয়ার লিগের আরেক ফুটবলার গ্রেপ্তার
-
সাবেক টটেনহ্যাম কোচ নুনো এবার সৌদি ক্লাবের দায়িত্বে
-
গুঞ্জনের মধ্যে ম্যানইউয়ের অনুশীলনে অনুপস্থিত রোনালদো
সর্বাধিক পঠিত
- নিজের গায়ে আগুন দেওয়া গাজী আনিসকে বাঁচানো গেল না
- কোথায় কখন লোড শেডিং, সময় বেঁধে দেওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
- ফেইসবুকে ধর্ম নিয়ে মন্তব্য: স্কুল শিক্ষকের ৮ বছরের কারাদণ্ড
- বেয়ারস্টো-রুটের ব্যাটে রেকর্ড গড়ার পথে ইংল্যান্ড
- রুট-বেয়ারস্টোর সেঞ্চুরিতে রেকর্ড গড়ে ভারতকে হারাল ইংল্যান্ড
- গায়ে আগুন দিয়ে আত্মহত্যা: হেনোলাক্স গ্রুপের মালিকের বিরুদ্ধে মামলা
- দিনে বিদ্যুৎ যাচ্ছে কয়েকবার
- সঙ্কট আসতে পারে, প্রস্তুত থাকতে হবে: কাদের
- কোহলির রেকর্ড ভেঙে বাবর বললেন, ‘পরিশ্রমের ফসল’
- পদ্মা সেতুর পর যাত্রী হারিয়েছে খুলনার ট্রেন, নেই ‘ঈদ স্পেশাল’