আর্চারি বিশ্বকাপের রিকার্ভ দলগত বিভাগ থেকে বিদায় বাংলাদেশের

দাপুটে জয়ে এলিমিনেশন রাউন্ডের প্রথম ধাপ পেরুনোর পর খেই হারাল বাংলাদেশ। আর্চারি বিশ্বকাপের রিকার্ভ পুরুষ দলগত বিভাগের কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে পাত্তাই পেল না তারা। রিকার্ভ মহিলা দলগত বিভাগেও ছিটকে পড়ার হতাশা হয়েছে সঙ্গী।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 June 2022, 11:31 AM
Updated : 23 June 2022, 11:31 AM

ফ্রান্সের প্যারিসে আর্চারি বিশ্বকাপের (স্টেজ-৩) পুরুষ বিভাগের নকআউট পর্বের প্রথম ধাপে গ্রেট ব্রিটেনের বিপক্ষে ৬-০ সেট পয়েন্টে জিতেছিল বাংলাদেশ। কিন্তু কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে একই ব্যবধানে যুক্তরাষ্ট্রের কাছে হেরে যায় রোমান সানা-সাগর ইসলাম-মোহাম্মদ হাকিম আহমেদ রুবেলে গড়া দল।

রিকার্ভ মহিলা দলগত বিভাগেও এলিমিনেশন রাউন্ডের প্রথম ধাপে কষ্টে জয় পেয়েছিল বাংলাদেশ। ব্রাজিলের বিপক্ষে ৪-৪ সমতার পর টাইব্রেকারে ২৬-২৫ পয়েন্টে জিতে শেষ ষোলোয় ওঠে দিয়া সিদ্দিকী-নাসরিন আক্তার-ফাহমিদা সুলতানা নিশাকে নিয়ে গড়া দল। কিন্তু কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে চাইনিজ তাইপের কাছে হেরে যায় ৬-২ সেট পয়েন্টে।