বিশ্বকাপ আর্চারিতে ভালো শুরু রোমান-সাগরদের
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Jun 2022 11:50 PM BdST Updated: 23 Jun 2022 12:17 AM BdST
আর্চারি বিশ্বকাপে (স্টেজ-৩) ভালো শুরু পেয়েছেন রোমান সানা, হাকিম আহমেদ রুবেলরা। রিকার্ভ পুরুষ ব্যক্তিগত ইভেন্টের এলিমিনেশন রাউন্ডের প্রথম ধাপ পেরিয়েছেন চার প্রতিযোগীর তিনজনই।
ফ্রান্সের প্যারিসে বুধবার প্রতিযোগিতার দ্বিতীয় দিনে সেরা ৩২-এর লড়াইয়ে উঠেছেন রোমান, রুবেল ও সাগর ইসলাম। ১/৬৪- এর ধাপ পেরুতে ব্যর্থ হয়েছেন শুধু আব্দুর রহমান আলিফ।
রোমান দক্ষিণ আফ্রিকার প্রতিযোগী রু ভিয়ানকে ৬-০ সেটে উড়িয়ে দেন। সাগর পুয়ের্তো রিকোর মুনোস আদ্রিয়ানকে হারান ৬-৪ সেটে।
একই ব্যবধানে স্লোভেনিয়ার প্রতিযোগী আর্নেস লুকাকে হারান রুবেল। আলিফ সুইডেনের খুয়াবারি কাইয়ের বিপক্ষে ৬-৪ সেটে হেরে পরের ধাপে উঠতে ব্যর্থ হন।
এর আগে কোয়ালিফিকেশন রাউন্ডে ৭২০ এর মধ্যে ৬৭০ স্কোর করে ১২২ জনের মধ্যে ২৫তম হন রোমান। সাগর ৬৫৯ স্কোর করে ৪৮তম, রুবেল ৬৫৮ স্কোর করে ৫২তম এবং আলিফ ৬৫২ স্কোর করে ৬৬তম র্যাংকিং অর্জন করেন।
মেয়েদের বিভাগে দিয়া সিদ্দিকী ৭২০ এর মধ্যে ৬৩২ স্কোর করে ৮১ জনের মধ্যে ৪৩তম হন। নাসরিন আক্তার ৬০৭ স্কোর করে ৬৭তম এবং ফামিদা সুলতানা নিশা ৫৮৭ স্কোর করে ৭৬তম র্যাংকিং অর্জন করেন।
রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে ২৮ দলের মধ্যে বাংলাদেশ ১৯৮৭ স্কোর করে ১৪তম র্যাংকিং অর্জন করে। বাংলাদেশের হয়ে খেলেন রোমান, সাগর ও রুবেল।
তবে হতাশ করে দিয়া, নাসরিন ও নিশাকে নিয়ে গড়া মেয়েদের দল। ১৮২৮ স্কোর করে ১৯দলের মধ্য ১৯তম র্যাঙ্কিং অর্জন করে তারা।
রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টে ১৩০২ স্কোর করে ২৮টি দলের মধ্যে ১৪তম র্যাঙ্কিং অর্জন করে বাংলাদেশ। এই ইভেন্টে রোমানের সঙ্গে জুটি বেঁধে খেলেন দিয়া।
-
লেভানদোভস্কির ভবিষ্যৎ নিয়ে ‘চুপ’ মানে
-
ইউভেন্তুস থেকে আতলেতিকোয় ফিরলেন মোরাতা
-
‘আমি ফিরে এসেছি’, ইন্টারে ফিরে উচ্ছ্বসিত লুকাকু
-
ছুটছেন জোকোভিচ, রাডুকানুর বিদায়
-
টিভিতে আজ
-
‘ইউভেন্তুসে বেনজেমা-মদ্রিচের মতোই খেলবে দি মারিয়া’
-
সমান পয়েন্টে সেরি আ চ্যাম্পিয়ন নির্ধারণ হবে প্লে-অফে
-
পিএসজি ছাড়লে নেইমারের চেলসিতে আসা উচিত: সিলভা
সর্বাধিক পঠিত
- শিক্ষককে পিটিয়ে খুন: মামলায় জিতুর বয়স ১৬, র্যাব বলছে ১৯
- সিরাজগঞ্জে অস্ত্র হাতে ‘ভাইরাল’ সেই বায়েজিদ পিস্তলসহ গ্রেপ্তার
- পদ্মা সেতু: যশোর তাকিয়ে কালনা সেতুর দিকে
- বাঘাইড় বিক্রি করায় সুপার শপকে ৫০ হাজার টাকা জরিমানা
- ‘ইউভেন্তুসে বেনজেমা-মদ্রিচের মতোই খেলবে দি মারিয়া’
- বান্ধবীর সামনে ‘হিরো হতে’ শিক্ষককে পেটান জিতু
- জর্দার পোটলা নিয়ে হজে, ভোগালেন সহযাত্রীদেরও
- মুমিনুলকে আবার উইন্ডিজে দেখতে চান বিসিবি প্রধান
- গ্রামীণফোনের নতুন সিম বিক্রিতে নিষেধাজ্ঞা
- পাহাড়ে সশস্ত্র দল; এই ‘বম পার্টি’ কারা?