অবসরের পর যাত্রা শুরু কোচ তেভেসের
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Jun 2022 09:36 PM BdST Updated: 21 Jun 2022 09:36 PM BdST
ফুটবল থেকে খুব বেশি দিন দূরে থাকলেন না কার্লোস তেভেস। কদিন আগে খেলোয়াড়ি জীবনের ইতি টানা এই স্ট্রাইকার কোচ হিসেবে যোগ দিলেন আর্জেন্টিনার ক্লাব রোসারিও সেন্ট্রালে।
ক্লাবের টুইটার অ্যাকাউন্টে মঙ্গলবার বিষয়টি জানানো হয়েছে। ১ বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তেভেস।
আর্জেন্টিনার জাতীয় টেলিভিশন অনুষ্ঠানে গত ৩ জুন ৩৮ বছর বয়সী তেভেস পেশাদার ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দেন।
শৈশবের ক্লাব বোকা জুনিয়র্সে ২০০১ সালে সিনিয়র ক্যারিয়ার শুরু করেন তিনি। এরপর ইউরোপে ১৪ বছর খেলে ২০১৫ সালে ফিরে আসেন বোকায়।
মাঝে ২০১৭ সালে সাংহাই সেনহুয়ায় পাড়ি দিয়েছিলেন তেভেস। এক বছর পরই অবশ্য তৃতীয় মেয়াদে ফিরে আসেন বোকায়। স্বদেশের ক্লাবে এ দফায় খেলেন ২০২১ সালের জুলাই পর্যন্ত।
বোকার সঙ্গে চুক্তি শেষে তখন নতুন কোনো ক্লাবে খেলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন তেভেস। কিন্তু প্রায় এক বছরেও কোনো ক্লাব না পেয়ে অবসর নিয়ে নেন।
আর্জেন্টিনা জাতীয় দলে ২০০৪ সালে অভিষেকের পর থেকে প্রায় এক যুগের ক্যারিয়ারে ৭৫টি আন্তর্জাতিক ম্যাচ খেলেন তেভেস। জাতীয় দলে অভিষেকের বছরে এথেন্স অলিম্পিকসে সোনার পদক জয়ী আর্জেন্টিনা দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি।
সর্বাধিক পঠিত
- পদ্মা সেতু: ফাঁকা ফেরি ঘাটের সুবিধা নিতে চায় ঝিনাইদহ
- আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ওয়েন মর্গ্যান
- হুডার বিধ্বংসী সেঞ্চুরি, জুটির বিশ্ব রেকর্ড
- পাকিস্তান ম্যাচ দিয়ে নিউ জিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ শুরু বাংলাদেশের
- শারীরিক সম্পর্কও যখন ক্লান্তিকর
- কোভিড: সংক্রমণ বাড়ছে মাস্ক পরা বাধ্যতামূলক, মানতে হবে বিধিনিষেধ
- ‘বাবার লাশ ঝুলছিল, মায়ের লাশ বিছানায়’
- রুদ্ধশ্বাস উত্তেজনার ম্যাচে ভারতের বিপক্ষে পারল না আয়ারল্যান্ড
- ‘ধর্মানুভূতিতে আঘাত’: ভয়ের সংস্কৃতি প্রভাব ফেলছে শ্রেণিকক্ষে
- সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা বললেন তরুণী?