৩৮ দিনের বিরতির পর শুরু হচ্ছে লিগ
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Jun 2022 07:28 PM BdST Updated: 20 Jun 2022 07:28 PM BdST
-
ফাইল ছবি
এক মাসেরও বেশি সময়ের লম্বা বিরতি শেষে মাঠে ফিরতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগ। ফেরার দিন মাঠে গড়াবে দুটি ম্যাচ।
এএফসি কাপ ও জাতীয় দলের এশিয়ান কাপ বাছাইয়ের জন্য ৩৮ দিনের বিরতি শেষ হচ্ছে। ষোড়শ রাউন্ডে মঙ্গলবার মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে: মতিউর রহমান স্টেডিয়ামে টেবিলের শীর্ষে থাকা বসুন্ধরা কিংসের মুখোমুখি হবে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি।
আরেক ম্যাচে বসুন্ধরা কিংস অ্যারেনায় শেখ রাসেল ক্রীড়াচক্র খেলবে শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের বিপক্ষে। দুটি ম্যাচই শুরু হবে বিকেল ৪টায়।
এর আগে প্রিমিয়ার লিগের সবশেষ ম্যাচ হয়েছিল গত মাসের ১৩ মে।
লিগে আর সাত রাউন্ডের খেলা বাকি। শিরোপা লড়াইয়ে এখন পর্যন্ত সুবিধাজনক অবস্থানে আছে বর্তমান চ্যাম্পিয়নস বসুন্ধরা কিংস। ১৫ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে শীর্ষে তারা।
সমান ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আবাহনী লিমিটেড। তৃতীয় স্থানে শেখ জামাল ধানমণ্ডির পয়েন্ট ৩০।
সাইফ স্পোর্টিং ২৭ পয়েন্ট নিয়ে চতুর্থ ও চট্টগ্রাম আবাহনী ২৬ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে।
সিলেটের ভয়াবহ বন্যা পরিস্থিতি বিবেচনায় আগামী দুই রাউন্ড সেখানকার ভেন্যুতে কোনো ম্যাচ রাখেনি বাফুফে।
সর্বাধিক পঠিত
- পদ্মা সেতু: ফাঁকা ফেরি ঘাটের সুবিধা নিতে চায় ঝিনাইদহ
- আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ওয়েন মর্গ্যান
- রাষ্ট্রপতির ছেলের গাড়িচালককে মারধর: জগন্নাথ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা
- শারীরিক সম্পর্কও যখন ক্লান্তিকর
- বাইক বন্ধের পর টোল আদায় কমেছে পদ্মা সেতুতে
- হুডার বিধ্বংসী সেঞ্চুরি, জুটির বিশ্ব রেকর্ড
- ফেইসবুকে বাঙালি শিক্ষার্থী, বেতন পৌনে ২ কোটি রুপি
- পাকিস্তান ম্যাচ দিয়ে নিউ জিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ শুরু বাংলাদেশের
- সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা বললেন তরুণী?
- কোভিড: সংক্রমণ বাড়ছে মাস্ক পরা বাধ্যতামূলক, মানতে হবে বিধিনিষেধ