লিভারপুলে টিনএজার র‍্যামজি

আসছে মৌসুমকে সামনে রেখে রক্ষণে শক্তি বাড়াল লিভারপুল। স্কটিশ প্রিমিয়ারশিপের দল অ্যাবারডিন থেকে তারা দলে টানল ডিফেন্ডার ক্যালভিন র‍্যামজিকে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 June 2022, 12:52 PM
Updated : 19 June 2022, 01:06 PM

বিবৃতি দিয়ে রোববার বিষয়টি নিশ্চিত করেছে প্রিমিয়ার লিগের ক্লাবটি। দীর্ঘমেয়াদী চুক্তি উল্লেখ করলেও মেয়াদকাল জানানো হয়নি।

তবে ব্রিটিশ সংবাদমাধ্যমের খবর, ১৮ বছর বয়সী এই রাইট-ব্যাকের সঙ্গে পাঁচ বছরের চুক্তি করেছে অ্যানফিল্ডের ক্লাবটি। এজন্য প্রাথমিকভাবে তাদের খরচ হয়েছে সাড়ে ৪ কোটি পাউন্ড।

২০২১-২২ মৌসুমে ক্লাবের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৩ ম্যাচ খেলেন র‍্যামজি। স্কটল্যান্ডের শীর্ষ লিগ থেকে অবনমন এড়ানো অ্যাবারডিন ইউরোপা কনফারেন্স লিগে খেলার যোগ্যতা অর্জনের লড়াইয়ে চূড়ান্ত ধাপে জায়গা করে নিয়েছে।

এবারের দলবদলে তৃতীয় খেলোয়াড় হিসেবে লিভারপুলে যোগ দিলেন র‍্যামজি। তার আগে দলটিতে নাম লেখান উইঙ্গার ফাবিও কারবাইয়ো ও ফরোয়ার্ড দারউইন নুনেস।

বিদায়ী মৌসুমে এফএ কাপ ও লিগ কাপ জেতা লিভারপুল প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়ন্স লিগে হয়েছিল রানার্সআপ।

নতুন মৌসুমে প্রিমিয়ার লিগে নিজেদের প্রথম ম্যাচে আগামী ৬ অগাস্ট ফুলহ্যামের বিপক্ষে মাঠে নামবে লিভারপুল।