ইতালিকে উড়িয়ে বিশ্বকাপে চোখ জার্মানি কোচের

বিশ্বকাপের বছরে এসে হঠাৎ করেই যেন দল হারিয়ে ফেলেছিল পথ। বন্দী হয়ে পড়েছিল ড্রয়ের ঘেরাটোপে। আত্মবিশ্বাসেও হয়তো ঘুন ধরেছিল। সেখান থেকে ইতালির বিপক্ষে পুরো দল যে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়েছে, তাতে দারুণ খুশি জার্মানির কোচ হান্স ফ্লিক। এখন তার নজর কাতার বিশ্বকাপের প্রস্তুতিতে দলকে গুছিয়ে নেওয়ার দিকে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 June 2022, 11:41 AM
Updated : 15 June 2022, 11:41 AM

উয়েফা নেশন্স লিগে মঙ্গলবারের ম্যাচটিতে ৫-২ গোলে জেতে জার্মানি। সবশেষ ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপ জয়ীদের হয়ে জালের দেখা পান জসুয়া কিমিখ, ইলকাই গিনদোয়ান, টমাস মুলার ও টিমো ভেরনার (দুই গোল)।

জার্মানি ৫-০ গোলে এগিয়ে যাওয়ার পর শেষ বেলায় ইতালির হয়ে গোল করেন ভিলফ্রিদ ইয়োন্তো ও আলেস্সান্দ্রো বাস্তোনি।

ফ্লিকের কোচিংয়ে অপরাজেয় যাত্রাও অব্যাহত রইল জার্মানির। সাবেক বায়ার্ন মিউনিখ কোচের হাত ধরে তারা প্রথম আট ম্যাচের সবকটি জয়ের রেকর্ড গড়ার পর ড্র করেছিল পরের চার ম্যাচে।

ইতালি ম্যাচের পর ফ্লিক বলেন, নিজেদের ওপর বিশ্বাস ফিরে পেতে জয়টা তাদের খুব দরকার ছিল।

“নেশন্স লিগের চতুর্থ ম্যাচে এসে এমন নজরকাড়া পারফরম্যান্স দেখানো দলকে আমার অভিনন্দন জানাতেই হবে। আমাদের জয়টা দরকার ছিল, কারণ জয় আত্মবিশ্বাসের জন্য ভালো।”

ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের উড়িয়ে দিলেও আসল কাজ তো এখনও বাকি। আগামী নভেম্বরে শুরু হতে যাওয়া বিশ্বকাপের আগ পর্যন্ত তাই দলের সবাইকে উন্নতির ধারা অব্যাহত রাখার তাড়া দিলেন কোচ।

“আমরা বিশ্বকাপের যাত্রার জন্য উন্মুখ হয়ে আছি। (নেশন্স লিগে) সেপ্টেম্বরে আমাদের দুটি ম্যাচ আছে। দলে এখনও কোন কোন জায়গায় ঘাটতি পূরণের আছে তা ওই দুই ম্যাচে আমাদের দেখতে হবে।”

এই জয়ে নেশন্স লিগে প্রথমবারের মতো ফাইনালসে ওঠার আশাও ভালোভাবে টিকে আছে জার্মানির। ‘এ’ লিগের ৩ নম্বর গ্রুপে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে তারা। ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে হাঙ্গেরি।

তিনে থাকা ইতালির পয়েন্ট ৫। ২ পয়েন্ট নিয়ে তলানিতে ইংল্যান্ড।