৬ বছরের চুক্তিতে লিভারপুলে নুনেস

মাস দুয়েক আগে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে দুই লেগেই দারউইন নুনেস যাদের বিপক্ষে গোল করেছিলেন, সেই লিভারপুলের হয়ে আসছে মৌসুমে খেলবেন তিনি। বেনফিকা থেকে ছয় বছরের চুক্তিতে উরুগুয়ের এই ফরোয়ার্ডকে দলে টেনেছে প্রিমিয়ার লিগের দলটি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 June 2022, 09:26 PM
Updated : 14 June 2022, 09:26 PM

মেডিকেল পরীক্ষা সম্পন্ন হওয়ার পর ২২ বছর বয়সী এই ফুটবলারের সঙ্গে চুক্তির কথা মঙ্গলবার বিবৃতি দিয়ে জানায় লিভারপুল।

পর্তুগিজ ক্লাব বেনফিকা আগের দিন জানিয়েছিল, নুনেসের ব্যাপারে লিভারপুলের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে তারা। এজন্য প্রাথমিকভাবে লিভারপুলের খরচ হচ্ছে ৬ কোটি ৪০ লাখ পাউন্ড। ক্লাব রেকর্ড থেকে যা কিছুটা কম।  

২০১৮ সালের জানুয়ারিতে ডিফেন্ডার ভার্জিল ফন ডাইককে কিনতে লিভারপুলের খরচ হয়েছিল সাড়ে ৭ কোটি পাউন্ড।

তবে নুনেসের মূল্য সাড়ে ৮ কোটি পাউন্ডে পৌঁছাতে পারে, যদি তিনি ব্যক্তিগত কিছু লক্ষ্য পূরণ করতে পারেন এবং চ্যাম্পিয়ন্স লিগ জেতেন। 

সদ্য শেষ হওয়া মৌসুমে পর্তুগালের শীর্ষ লিগের সর্বোচ্চ স্কোরার নুনেস সব প্রতিযোগিতা মিলিয়ে বেনফিকার হয়ে করেন ৩৪ গোল। গত এপ্রিলে চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে লিভারপুলের কাছে হেরে বিদায় নেয় দলটি। দুই লেগেই একটি করে গোল করেন নুনেস।

বেলজিয়ান স্ট্রাইকার দিভোক ওরিগি ক্লাব ছাড়ার পর নুনেসকে দলে টানল লিভারপুল। এতে সাদিও মানের অ্যানফিল্ডের ক্লাবটি ছেড়ে যাওয়ার পথ আরও প্রশস্ত হলো। সেনেগালের এই ফরোয়ার্ড জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখে যেতে পারেন বলে গুঞ্জন আছে।