অনেক টানাপোড়েনের পর ব্রাজিল ও আর্জেন্টিনার চাওয়াই পূরণ হলো।
নিজের টুইটারে একাউন্টে সোমবার পোস্ট দিয়ে বিষয়টি জানিয়েছেন কিয়েল্লিনি। লিখেছেন ‘পরবর্তী অধ্যায়।’
৩৭ বছর বয়সী কিয়েল্লিনি ক্লাব ক্যারিয়ারের ১৭ বছরই কাটান তুরিনের দল ইউভেন্তুসে। ২০০৪ সালে নাম লেখান ক্লাবটিতে। শুরুতে এক মৌসুম ফিওরেন্তিনায় ধারে খেললেও পরের মৌসুম থেকে ইউভেন্তুসে ছিলেন তিনি, দীর্ঘ পথচলায় হয়ে উঠেন ক্লাবের কিংবদন্তি। এই সময়ে দলের হয়ে জিতেছেন ২০টি ট্রফি।
ইতালি জাতীয় দলে থেকে চলতি মাসে অবসর নেন কিয়েল্লিনি। গত ১ জুন ওয়েম্বলিতে হওয়া কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরো চ্যাম্পিয়ন ইতালির মধ্যকার ‘ফিনালিস্সিমা’ম্যাচটি ছিল ইতালির জার্সিতে তার শেষ ম্যাচ। ওই ম্যাচে ৩-০ গোলে জেতে আর্জেন্টিনা।