ইন্দোনেশিয়াকে হারিয়ে পাকিস্তানকে পেল বাংলাদেশ

শুরুতেই গোল পেলেন রাসেল মাহমুদ জিমি। দ্বিতীয় কোয়ার্টারে আরও দুই গোলে ম্যাচে চালকের আসনে বসল বাংলাদেশ। মাঝে ইন্দোনেশিয়া ঘুরে দাঁড়ানোর আভাস দিলেও আটকাতে পারেনি লাল-সবুজ জার্সিধারীদের।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 May 2022, 08:40 AM
Updated : 29 May 2022, 08:40 AM

ইন্দোনেশিয়ার জেবিকে ফিল্ডে রোববার এশিয়া কাপের স্থান নির্ধারণী ম্যাচে স্বাগতিকদের ৪-২ গোলে হারিয়েছে বাংলাদেশ। দলের বাকি তিন গোলদাতা আশরাফুল ইসলাম, দীন মোহাম্মদ ইমন ও পুস্কর ক্ষীসা মিমো।

এই জয়ে পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে খেলার টিকেট পেল বাংলাদেশ। পঞ্চম হওয়ার লড়াইয়ে জিমি-মিমোরা মুখোমুখি হবেন ওমানকে ৫-২ গোলে হারানো পাকিস্তানের।

দক্ষিণ কোরিয়ার কাছে ৬-১ গোলে হেরে প্রতিযোগিতা শুরু করা বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে ওমানের বিপক্ষে ২-১ গোলে জিতেছিল। পরে মালয়েশিয়ার কাছেও ৮-১ গোলে হেরে ৩ পয়েন্ট নিয়ে পুল ‘বি’-তে তৃতীয় হয়েছিল দল।

এশিয়া কাপের সবশেষ আসর ২০১৭ সালে বসেছিল ঢাকায়। সেবার চীনের বিপক্ষে ৩-৩ ড্রয়ের পর টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জিতে পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে উঠেছিল বাংলাদেশ। সেখানে জাপানের কাছে ৪-০ গোলে হেরে হয়েছিল ৬ষ্ঠ। এবার সুযোগ আছে উন্নতির গ্রাফটা এক ধাপ উঁচুতে নেওয়ার।