ছিটকে গেলেন চোট পাওয়া কিংসের ৪ জনই
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 26 May 2022 07:50 PM BdST Updated: 26 May 2022 07:50 PM BdST
-
(বাঁ থেকে) সুমন রেজা, কাজী তারিক রায়হান, মাশুক মিয়া জনি ও মতিন মিয়া
চোটে আক্রান্ত বসুন্ধরা কিংসের চার খেলোয়াড়কে নিয়ে অনিশ্চয়তা ছিল আগে থেকে। মতিন মিয়া, সুমন রেজা, মাশুক মিয়া জনি ও কাজী তারিক রায়হানকে রেখে দল ঘোষণার সময়ও হাভিয়ের কাবরেরা ইঙ্গিত দিয়েছিলেন তাদেরকে না পাওয়ার। সে শঙ্কায় সত্যি হলো। এশিয়ান কাপের বাছাই ও ইন্দোনেশিয়ার বিপক্ষের প্রীতি ম্যাচের চূড়ান্ত দলে জায়গা হয়নি তাদের কারোর।
বাছাই ও প্রীতি ম্যাচ সামনে রেখে বৃহস্পতিবার দুপুরে ২৭ জনের দল দেন কাবরেরা। সেখানে রাখা হয়েছিল এএফসি কাপ খেলতে গিয়ে চোট পাওয়া দুই ফরোয়ার্ড মতিন, সুমন, মিডফিল্ডার জনি ও ডিফেন্ডার তারিককে।
সংবাদ সম্মেলনে জাতীয় দলের কোচ অবশ্য জানিয়েছিলেন, এই চার জনকে পাওয়ার সম্ভাবনা নেই ’৯০ শতাংশ’। সন্ধ্যায় টিম ম্যানেজার ইকবাল হোসেন গণমাধ্যমকে নিশ্চিত করেন কাউকে না পাওয়ার বিষয়টি।
“চোটের কারণে চার জন (মতিন, জনি, সুমন ও তারিক) বাদ পড়েছে। তাই তারা থাকছে না চূড়ান্ত দলে। আমরা তাদেরকে পর্যবেক্ষণে রাখলেও তাদের চোটের যে অবস্থা, তাতে তারা খেলার পর্যায়ে নেই।”
আগামী ৮ জুন মালয়েশিয়ার কুয়ালা লামপুরে শুরু হবে বাছাই। তার আগে ১ জুন ইন্দোনেশিয়ায় একটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। বৃহস্পতিবার মধ্যরাতে ইন্দোনেশিয়ার উদ্দেশে রওনা দেবে দল।
২৩ জনের চূড়ান্ত দল:
গোলকিপার: আনিসুর রহমান জিকো (বসুন্ধরা কিংস) আশরাফুল রানা (শেখ রাসেল) ও মোহাম্মদ নাঈম (শেখ জামাল)
ডিফেন্ডার: টুটুল হোসেন বাদশা ( আবাহনী লিমিটেড) রিয়াদুল হাসান রাফি (সাইফ স্পোর্টিং), রহমত মিয়া (শেখ রাসেল), রায়হান হাসান (শেখ জামাল), ইসা ফয়সাল (পুলিশ), ইয়াসিন আরাফাত (বসুন্ধরা কিংস), বিশ্বনাথ ঘোষ (বসুন্ধরা কিংস), রিমন হোসেন (বসুন্ধরা কিংস) ।
মিডফিল্ডার: জামাল ভুঁইয়া (সাইফ স্পোর্টিং), মেরাজ হোসেন অপি (সাইফ স্পোর্টিং), পাপন সিং (উত্তর বারিধারা), সোহেল রানা (বসুন্ধরা কিংস), বিপলু আহমেদ (বসুন্ধরা কিংস), আতিকুর রহমান ফাহাদ (বসুন্ধরা কিংস), সাজ্জাদ হোসেন (সাইফ স্পোর্টিং ক্লাব) ।
ফরোয়ার্ড: মোহাম্মদ ইব্রাহিম (বসুন্ধরা কিংস), রাকিব হোসাইন (আবাহনী লিমিটেড), জাফর ইকবাল (মোহামেডান), ফয়সাল আহমেদ ফাহিম (সাইফ স্পোর্টিং), মাহাবুবুর রহমান সুফিল (বসুন্ধরা কিংস)।
সর্বাধিক পঠিত
- বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার পর ম্যাচ পরিত্যক্ত
- ওভারে ৩৫ রান দিয়ে ব্রডের বিশ্ব রেকর্ড
- ব্যাটিং হতাশার ফাঁকে সাকিব-সোহানের ক্যামিও
- ভাড়া কমল বরিশাল-ঢাকা নৌপথে
- অসুস্থ ছিলাম, দলের কেউ খোঁজ নেয়নি: রওশন
- দোরাইস্বামী যাচ্ছেন, আসছেন সুধাকর
- শিক্ষক হত্যা: জিতুর ‘বান্ধবী’ও বহিষ্কৃত, স্কুল খুললেও উপস্থিতি কম
- নতুন চেহারার উইন্ডিজের সামনে আত্ম অনুসন্ধানী বাংলাদেশ
- ভারতের ভ্রমণ ভিসায় ৩ মাস পূর্ণ না হলে ফেরত পাঠানোর অভিযোগ
- নাম বিভ্রাটে ছেড়ে দিয়ে বিয়ের আসর থেকে ফের গ্রেপ্তার