নাদালের রেকর্ড ছোঁয়ার অভিযানে জোকোভিচের আরেক জয়
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 26 May 2022 12:12 AM BdST Updated: 26 May 2022 12:12 AM BdST
অস্ট্রেলিয়ান ওপেন থেকে বিতাড়িত হওয়ার কষ্ট মুছতে এবং ফরাসি ওপেনের শিরোপা ধরে রাখার অভিযানে দারুণভাবে এগিয়ে চলেছেন নোভাক জোকোভিচ। দ্বিতীয় রাউন্ডেও তিনি জয় পেয়েছেন সরাসরি সেটে।
রোলাঁ গাঁরোয় বুধবার তৃতীয় রাউন্ডে ওঠার লড়াইয়ে সার্ব তারকা ৬-২, ৬-৩, ৭-৬ (৭-৪) গেমে হারান স্লোভাকিয়ার আলেক্স মোলকানকে।
কোভিড-১৯ টিকা না নেওয়ায় বছরের শুরুতে অস্ট্রেলিয়ায় গিয়ে বিপাকে পড়েছিলেন জোকোভিচ। নিয়ম শিথিল করে তাকে খেলতে দেওয়ার প্রাথমিক সিদ্ধান্তে প্রবল আপত্তি জানায় দেশটির মানুষ। পরে বিষয়টি গড়ায় আদালতে। সেখানে হেরে না খেলেই অস্ট্রেলিয়া ছাড়তে হয়েছিল বিশ্ব র্যাঙ্কিংয়ের সেরা খেলোয়াড়কে।
পরে ওই টুর্নামেন্টে জিতে জোকোভিচ ও রজার ফেদেরারকে ছাড়িয়ে পুরুষ এককে ২১টি গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড গড়েন রাফায়েল নাদাল। এবার সেই রেকর্ড ছোঁয়ার পথে ছুটছেন ৩৫ বছর বয়সী জোকোভিচ।
পরের ধাপে ওঠার লড়াইয়ে দুইবারের ফরাসি ওপেন চ্যাম্পিয়ন খেলবেন স্লোভেনিয়ার আইয়াজ বেদেনের বিপক্ষে।
র্যাঙ্কিংয়ের তিন নম্বর খেলোয়াড় আলেক্সান্ডার জেভেরেভ পড়েছিলেন আর্জেন্টাইন সেবাস্তিয়ান বায়েজের তীব্র প্রতিদ্বন্দ্বিতার মুখে। প্রথম দুই সেটে হারের পর দারুণভাবে ঘুরে দাঁড়ান জার্মান তারকা; পাঁচ সেটে গড়ানো লড়াইয়ে শেষ পর্যন্ত তিনি জেতেন ২-৬, ৪-৬, ৬-১, ৬-২, ৭-৫ গেমে।
ক্লে কোর্টের এই টুর্নামেন্টে জেভেরেভের সেরা সাফল্য গত আসরের সেমি-ফাইনালে ওঠা। একটা বিষয় বেশ অবাক করা, এই নিয়ে এখানে টানা পাঁচ আসরে প্রথম দুই রাউন্ডে তার যেকোনো একটি ম্যাচ পাঁচ-সেটে গড়িয়েছে।
মেয়েদের এককে সহজ জয় পেয়েছেন তিনবারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী আঞ্জেলিক কেরবার। ফ্রান্সের এলজা জেকোমেয়াকে ৬-১, ৭-৬ (৭-২) গেমে হারিয়েছেন জার্মান তারকা।
-
বীরোচিত জয়ের পরও সেমিতে খেলা নিয়ে শঙ্কায় নাদাল
-
রেকর্ড দর্শকের সামনে ইংল্যান্ডের কষ্টের জয়
-
অসাধারণ প্রত্যাবর্তনে ফ্রিটজের স্বপ্ন গুঁড়িয়ে সেমিতে নাদাল
-
টিভিতে আজ
-
দেম্বেলে আর আমাদের খেলোয়াড় নয়: লাপোর্তা
-
ব্যালন ডি'অরের প্রশ্নে ভিনিসিউস বললেন, 'ঈশ্বর চাইলে একদিন হবে'
-
ইতিহাস গড়ে সেমিতে হালেপের সামনে রিবাকিনা
-
শাভির কোচিংয়ে খেলতেই বার্সায় কেসিয়ে
সর্বাধিক পঠিত
- বিদ্যুৎকেন্দ্র চালু রাখাটাই কষ্টকর হয়ে গেছে: প্রধানমন্ত্রী
- শাস্তি পেল বাংলাদেশ দল
- শ্রীলঙ্কা ‘দেউলিয়া’ হয়ে গেছে: রনিল বিক্রমাসিংহে
- হোমিও থেকে হেনোলাক্সের ব্যবসাতেই কোটিপতি নুরুল আমিন
- অনেক রদবদলের ওয়ানডে দলে অধিনায়ক ধাওয়ান
- ইতিহাস গড়ে বিশ্বকাপে ইন্দোনেশিয়া
- দেম্বেলে আর আমাদের খেলোয়াড় নয়: লাপোর্তা
- ‘নেইমারকে দলে চাইবে না কোন কোচ?’
- এবার লঞ্চে মোটরবাইক তোলা নিষিদ্ধ
- ধর্ম শিক্ষা ছিল, আছে, থাকবে: দীপু মনি