দেখিয়ে দিতে চান আজার
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 25 May 2022 09:49 PM BdST Updated: 25 May 2022 09:49 PM BdST
চুক্তির পাঁচ বছরের তিনটি বলতে গেলে হারিয়ে গেছে চোটের চোরাস্রোতে। এ সময়ে প্রত্যাশার ছিটেফোঁটা পূরণ করতে পেরেছেন এদেন আজার। রিয়াল মাদ্রিদে বাকি দুই বছরে তাই বেলজিয়ান ফরোয়ার্ড দেখিয়ে দিতে চান নিজের সামর্থ্য।
২০১৯ সালে চেলসি থেকে সেসময়ের ক্লাবটির রেকর্ড ট্রান্সফার ফিতে রিয়ালে নোঙর ফেলেন আজার। চোটের উপর্যুপরি থাবায় এ পর্যন্ত মাত্র ৬৬টি ম্যাচ স্প্যানিশ ক্লাবটির হয়ে খেলতে পেরেছেন তিনি।
প্রত্যাশার তুলনায় প্রাপ্তি যৎসামান্য হওয়ায় সান্তিয়াগো বের্নাবেউয়ে আজারের শেষ দেখছেন অনেকে। ৩১ বছর বয়সী এই ফরোয়ার্ড অবশ্য এখনই হাল ছাড়ছেন না। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল সামনে রেখে বেলজিয়ামের পত্রিকা হেট লাটস্টে নিউজকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন নিজের ভাবনা।
“কোচ জানেন, এখনও আমার চুক্তির দুই বছর বাকি রয়েছে। শুরুর তিন বছর ভালো যায়নি। সবাইকে দেখাতে চাই-আমি কী করতে পারি। লিভারপুলের বিপক্ষে শনিবারের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে মনোযোগ দিচ্ছি এবং আসছে মৌসুমের জন্য নিজের প্রস্তুতি নিচ্ছি।”
“এখনও আমি স্বপ্নের মধ্যেই আছি, সবসময় রিয়ালে খেলার যে স্বপ্ন দেখি। আমার জীবনের লক্ষ্যই রিয়ালের হয়ে খেলা। এখানে আমার পরিবার সবসময় সুখে আছে, এমনকি এখনও।”
গোড়ালি থেকে আগের সার্জারির প্লেট অপসারণের জন্য গত মার্চে আরেকবার অস্ত্রোপচার করা হয় আজারের হাঁটুতে। তাড়াহুড়ো না করে ধীরে-সুস্থে সেরে ওঠার লক্ষ্য ছিল বলে এখন ভালো বোধ করার কথাও জানিয়েছেন আজার।
“ভালোবোধ করছি, অস্ত্রোপচার ভালোভাবে হয়েছিল। সবাই জানত, এটা আমার দরকার ছিল এবং আমি ভাগ্যবান ছিলাম যে, এটা করাতে পেরেছি। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের জন্য ঠিক সময়ে ফিরতে পেরেছি।”
রিয়াল কোচ কার্লো আনচেলত্তির পরিকল্পনায় আজার আছেন কি-না, কে জানে। তবে নিজের মতো করে ঠিকই প্রস্তুতি নিয়ে রেখেছেন তিনি। চাপ ভুলে হাসিখুশি থাকার চেষ্টা করছেন।
-
লেভানদোভস্কির ভবিষ্যৎ নিয়ে ‘চুপ’ মানে
-
ইউভেন্তুস থেকে আতলেতিকোয় ফিরলেন মোরাতা
-
‘আমি ফিরে এসেছি’, ইন্টারে ফিরে উচ্ছ্বসিত লুকাকু
-
ছুটছেন জোকোভিচ, রাডুকানুর বিদায়
-
টিভিতে আজ
-
‘ইউভেন্তুসে বেনজেমা-মদ্রিচের মতোই খেলবে দি মারিয়া’
-
সমান পয়েন্টে সেরি আ চ্যাম্পিয়ন নির্ধারণ হবে প্লে-অফে
-
পিএসজি ছাড়লে নেইমারের চেলসিতে আসা উচিত: সিলভা
সর্বাধিক পঠিত
- শিক্ষককে পিটিয়ে খুন: মামলায় জিতুর বয়স ১৬, র্যাব বলছে ১৯
- সিরাজগঞ্জে অস্ত্র হাতে ‘ভাইরাল’ সেই বায়েজিদ পিস্তলসহ গ্রেপ্তার
- পদ্মা সেতু: যশোর তাকিয়ে কালনা সেতুর দিকে
- বাঘাইড় বিক্রি করায় সুপার শপকে ৫০ হাজার টাকা জরিমানা
- ‘ইউভেন্তুসে বেনজেমা-মদ্রিচের মতোই খেলবে দি মারিয়া’
- মুমিনুলকে আবার উইন্ডিজে দেখতে চান বিসিবি প্রধান
- বান্ধবীর সামনে ‘হিরো হতে’ শিক্ষককে পেটান জিতু
- গ্রামীণফোনের নতুন সিম বিক্রিতে নিষেধাজ্ঞা
- জর্দার পোটলা নিয়ে হজে, ভোগালেন সহযাত্রীদেরও
- পাহাড়ে সশস্ত্র দল; এই ‘বম পার্টি’ কারা?