‘দলে জায়গা পাওয়ার চ্যালেঞ্জ থাকা ভালো’

মাঝমাঠে নিয়মিত সেনানী জামাল ভূঁইয়া ও সোহেল রানা। আছেন মাশুক মিয়া জনি, বিপলু আহমেদরাও। পাপন সিংয়ের জন্য সুযোগ মেলা কঠিনই। তবে উত্তর বারিধারার এই মিডফিল্ডার আশা ছাড়ছেন না। জায়গা পাওয়ার চ্যালেঞ্জকে দেখছেন ইতিবাচক দৃষ্টিতে।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 May 2022, 02:57 PM
Updated : 24 May 2022, 02:57 PM

এশিয়ান কাপের বাছাই সামনে রেখে বসুন্ধরা কিংস অ্যারেনায় মঙ্গলবার অনুশীলন সেরেছে বাংলাদেশ। চোটে হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস ছিটকে যাওয়ায় ক্যাম্পে ডাক পেয়েছেন পাপন। প্রথম দিনের অনুশীলন নিয়ে রোমাঞ্চিত ২২ বছর বয়সী এই তরুণ।

“ক্লাব ও জাতীয় দলের অনুশীলনে অনেক পার্থক্য। এখানে ডিফেন্ডিং, অ্যাটাকিংয়ে কঠোর পরিশ্রম করতে হয়। অনুশীলন খুব ভালো লাগছে। সবকিছু খুবই শৃঙ্খলাবদ্ধ।”

“কোচ ভালো অনুশীলন করাচ্ছেন, আক্রমণাত্মক খেলানোর কৌশল শেখাচ্ছেন। সেরা একাদশে সুযোগ পাওয়া অবশ্যই কঠিন, দলের মধ্যে জায়গা পাওয়ার চ্যালেঞ্জ থাকা ভালো।”

মালয়েশিয়ায় বাছাই খেলতে যাওয়ার আগে ইন্দোনেশিয়ার বিপক্ষে ১ জুন প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। মূল লড়াই শুরুর আগে এ ম্যাচটিও গুরুত্বপূর্ণ বলে জানালেন ফরোয়ার্ড জাফর ইকবাল।

“দিনকে দিন আমরা শারীরিক ও মানসিকভাবে উন্নতি করছি। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের প্রথম প্রস্তুতি ম্যাচ, যেটা ইন্দোনেশিয়ার বিপক্ষে। এরপর গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে এশিয়ান কাপের বাছাইয়ে ( দলের বিপক্ষে)।”

আগামী ৮ জুন মালয়েশিয়ার কুয়ালা লামপুরে শুরু হবে এশিয়ান কাপের বাছাই। বাছাইয়ে তিন প্রতিপক্ষই ফিফা র‌্যাঙ্কিংয়ে বাহরাইন (৮৯), তুর্কমেনিস্তান (১৩৪) ও স্বাগতিক মালয়েশিয়া (১৫৪) এগিয়ে বাংলাদেশের (১৮৮তম) চেয়ে। পথটা তাই মসৃণ হবে না মোটেও। জাফর অবশ্য শোনালেন আশার কথা।

“বাছাইয়ে আমাদের লক্ষ্য থাকবে আমরা যেন সব ম্যাচে ভালো খেলতে পারি। সবসময় আমরা জয়ের লক্ষ্য নিয়ে নামি, লক্ষ্য পূরণে আমাদের যারা খেলোয়াড় আছে, তারা সবাই কঠোর পরিশ্রম করছে। সবার জায়গা থেকে সবাই শতভাগ দেওয়ার চেষ্টা করছে। কোচও সহযোগিতা করছেন।”