মাঠেই মিলান কোচের চ্যাম্পিয়ন পদক চুরি
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 23 May 2022 08:58 PM BdST Updated: 23 May 2022 08:58 PM BdST
স্তেফানো পিওলির হাত ধরে দীর্ঘ ১১ বছরের খরা কাটিয়ে সেরি আয় চ্যাম্পিয়ন হয়েছে এসি মিলান। কিন্তু দলের শিরোপা উদযাপনের সময় এই ইতালিয়ান কোচের পদক চুরি হয়ে গেছে।
শেষ রাউন্ডে রোববার সাস্সুয়োলোকে ৩-০ গোলে হারিয়ে ১৯তম লিগ শিরোপা নিশ্চিত করে এসি মিলান। ম্যাচটি ছিল প্রতিপক্ষের মাঠে। পিওলিকে তাই মিলানে ফিরতে হয় পদক ছাড়াই।
এক পর্যায়ে তিনি কাতর কণ্ঠে বলেন, “কেউ আমাকে সাহায্য করুণ, এটাই আমার একমাত্র পদক।”
ইতালিয়ান সংবাদমাধ্যম লা রিপাবলিকাকে পিওলি বলেন, পদকটি পেতে আপিল করতে পারলে কৃতজ্ঞ থাকবেন তিনি।
“আমার চ্যাম্পিয়ন মেডেল চুরি গেছে। কেউ এটা আমার ঘাড় থেকে ছিনিয়ে নিয়েছে। আমি যদি আপিল করতে পারতাম, তবে কৃতজ্ঞ থাকব। এটাই আমার একমাত্র মেডেল।”
৫৬ বছর বয়সী পিওলি এই শিরোপা উৎসর্গ করেছেন তার প্রয়াত বাবাকে। ২০১৯ সালের অক্টোবরে তিনি মিলানের কোচ হিসেবে নিয়োগ পান। এর কদিন আগেই বাবাকে হারান তিনি।
শিরোপা জয়ের পর লিগে মৌসুমের সেরা কোচের স্বীকৃতিও পেয়েছেন পিওলি। তাকে পুরস্কারটি তুলে দেন মিলানের ক্রীড়া পরিচালক ও কিংবদন্তি ফুটবলার পাওলো মালদিনি।
পিওলির পদক চুরি যাওয়ার বিষয়টি সেরি আ কর্তৃপক্ষের নজরে এসেছে। তাকে আরেকটি পদক দেওয়ার কথা টুইট বার্তায় নিশ্চিত করেছে তারা।
-
সেরি আয় প্রথম নারী রেফারি
-
নতুন চুক্তি করে আরও সাফল্যের আশায় সালাহ
-
টিভিতে আজ
-
টেনিসে নতুন রেকর্ড গড়লেন ইসনার
-
ইন্টারে যোগ দিয়ে ক্যামেরুনের গোলরক্ষক ওনানার ‘স্বপ্নপূরণ’
-
দর্শক উপস্থিতির নতুন রেকর্ড গড়তে যাচ্ছে উইমেন’স ইউরো
-
আমরা এখন ভবিষ্যতের পরিকল্পনা করতে পারি: মালদিনি
-
আর্মিনিয়ার গোলরক্ষক ওর্টেগাকে দলে টানল সিটি
সর্বাধিক পঠিত
- অধ্যাপক রতন সিদ্দিকীর বাসায় হামলা
- নতুন চেহারার উইন্ডিজের সামনে আত্ম অনুসন্ধানী বাংলাদেশ
- নড়াইলে শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার নিষিদ্ধ
- পদ্মা সেতু হয়ে যাতায়াতকারী বাসের ভাড়া বাড়ল
- দ্রুততম সেঞ্চুরিতে ধোনির রেকর্ড ভাঙলেন পান্ত
- নাঈমের ৫ উইকেট, সৌম্যর ৮১
- রাষ্ট্রপতির ছেলের গাড়িচালককে মারধর: জবি ছাত্রলীগের কমিটি স্থগিত
- যা হচ্ছে, তার জন্য নূপুর শর্মা দায়ী: ভারতের সুপ্রিম কোর্ট
- মুকুল বোস মারা গেছেন
- সাদা বলের নেতৃত্বে ফিরলেন রোহিত, ওয়ানডে দলে জাদেজা-হার্দিক