বায়ার্নে ২০২৪ পর্যন্ত খেলবেন নয়ার
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 23 May 2022 06:31 PM BdST Updated: 23 May 2022 06:31 PM BdST
-
টানা দশম বুন্ডেসলিগা শিরোপা উদযাপনে বায়ার্ন মিউনিখের তারকা গোলরক্ষক মানুয়েল নয়ার।
বায়ার্ন মিউনিখের সঙ্গে চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ালেন মানুয়েল নয়ার। নতুন চুক্তি অনুযায়ী, জার্মানি জাতীয় দলের অধিনায়ক বুন্ডেসলিগার ক্লাবটিতে থাকবেন ২০২৪ সাল পর্যন্ত।
এক বিবৃতিতে সোমবার নয়ারের সঙ্গে নতুন চুক্তির কথা জানায় বায়ার্ন।
বায়ার্নের টানা দশম বুন্ডেসলিগা জয়ের নায়কদের একজন নয়ার। ক্লাবটির সঙ্গে নতুন চুক্তির মেয়াদ শেষ হওয়ার সময় তার বয়স হবে ৩৮ বছর।
বায়ার্নের প্রধান নির্বাহী, সাবেক গোলরক্ষক অলিভার কান নয়ারের সঙ্গে নতুন চুক্তি করতে পেরে দারুণ খুশি।
“মানুয়েল নয়ার বিশ্বের সেরা গোলরক্ষক এবং বছরের পর বছর ধরে সে আন্তর্জাতিক পর্যায়ে শ্রেষ্ঠত্বের মান নির্ধারণ করে আসছে। এত দীর্ঘ সময় ধারাবাহিকভাবে বিশ্বমানের পারফরম্যান্স করা অসাধারণ ব্যাপার। বায়ার্নের ইতিহাসকে প্রতিনিধিত্ব করাদের মধ্যে একজন নয়ার।”
জার্মানির হয়ে ২০১৪ বিশ্বকাপ জেতা নয়ার ২০১১ সালে শালকে থেকে বায়ার্নে যোগ দেন। ক্লাবটির হয়ে ৪৭২ ম্যাচ খেলা এই তারকা ১০টি লিগ শিরোপা ছাড়াও জেতেন ২০১৩ ও ২০২০ চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা। দলের অধিনায়কও তিনি।
সম্প্রতি বায়ার্নের আরেক অভিজ্ঞ তারকা টমাস মুলারও ক্লাবের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছেন। তিনিও ২০২৪ সাল পর্যন্ত থাকবেন ক্লাবটিতে।
সর্বাধিক পঠিত
- দিনে বিদ্যুৎ যাচ্ছে কয়েকবার
- নিজের গায়ে আগুন দেওয়া গাজী আনিসকে বাঁচানো গেল না
- বেয়ারস্টো-রুটের ব্যাটে রেকর্ড গড়ার পথে ইংল্যান্ড
- চেলসি থেকে বার্সেলোনায় ক্রিস্টেনসেন
- মেডেন উইকেটের পর যে কারণে বোলিং পেলেন না মোসাদ্দেক
- লুহানস্কের পতনের পর এখন কোন পথে এগুবে রাশিয়া?
- বুয়েটের পর ঢাবিতেও প্রথম নটর ডেমের আসীর
- বাণিজ্য ঘাটতি বাড়ছেই, এবার ছাড়াল ৩০ বিলিয়ন ডলার
- ম্যাচ হেরে মাহমুদউল্লাহর যত আক্ষেপ
- হিলালীকে তুলে নিয়ে যা করেছিল অপহরণকারীরা