দুই গোল খেয়ে ঘাবড়ে গিয়েছিল সিটি
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 23 May 2022 06:09 PM BdST Updated: 23 May 2022 06:09 PM BdST
একটু একটু করে ঘনিয়ে আসছিল ম্যাচ শেষের সময়। অ্যাস্টন ভিলার বিপক্ষে দুই গোলে পিছিয়ে থাকা ম্যানচেস্টার সিটির সামনে চোখ রাঙাচ্ছিল পরাজয়। ফিকে হয়ে যাচ্ছিল শিরোপা জয়ের আশাও। সেখান থেকে অসাধারণ প্রত্যাবর্তনের গল্প লিখে প্রিমিয়ার লিগের ট্রফি ধরে রাখে পেপ গুয়ার্দিওলার দল। দলটির তারকা মিডফিল্ডার কেভিন ডে ব্রুইনে বললেন, পিছিয়ে থাকা অবস্থায় হারের শঙ্কায় উদ্বিগ্ন ছিলেন তারা।
ইতিহাদ স্টেডিয়ামে রোববার প্রিমিয়ার লিগের শেষ রাউন্ডে রোমাঞ্চকর লড়াইয়ে ৩-২ গোলে জিতে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে সিটি। তাদের চেয়ে ১ পয়েন্ট কম নিয়ে রানার্সআপ হয়েছে লিভারপুল।
সিটির জন্য কাজটা সহজ ছিল না মোটেও। ম্যাচের ৭৫ মিনিট পর্যন্ত তারা পিছিয়ে ছিল ২-০ গোলে, একই সময়ে শুরু হওয়া অন্য ম্যাচে উলভারহ্যাম্পটন ওয়ানডারার্সের বিপক্ষে তখন ১-১ সমতায় লিভারপুল।
সেখান থেকেই ঘুরে দাঁড়ানোর শুরু সিটির। পাঁচ মিনিটের মধ্যে তিন গোল করে শিরোপা উঁচিয়ে ধরে ম্যানচেস্টারের ক্লাবটি। নিজেদের ম্যাচে ৩-১ গোলে জিতেও দুইয়ে থেকে সন্তুষ্ট থাকতে হয় লিভারপুলকে।

“আমরা হয়তো কয়েকবার ঘাবড়ে গিয়েছিলাম, এমন পরিস্থিতিতে এটাই স্বাভাবিক। তবে আমরা যতটা সম্ভব শান্ত থাকার চেষ্টা করেছিলাম, কিন্তু কখনও কখনও এটি কিছুটা উদ্বেগের ছিল।”
“স্কোরলাইন ২-১ হওয়াটা পুরো পরিস্থিতি বদলে দিয়েছিল। স্টেডিয়াম, পরিবেশ, খেলোয়াড়দের মনোভাব বদলে গিয়েছিল। সেখান থেকে আমরা কখনও পেছনে ফিরে তাকাইনি।”
-
নতুন চুক্তি করে আরও সাফল্যের আশায় সালাহ
-
টেনিসে নতুন রেকর্ড গড়লেন ইসনার
-
ইন্টারে যোগ দিয়ে ক্যামেরুনের গোলরক্ষক ওনানার ‘স্বপ্নপূরণ’
-
দর্শক উপস্থিতির নতুন রেকর্ড গড়তে যাচ্ছে উইমেন’স ইউরো
-
আমরা এখন ভবিষ্যতের পরিকল্পনা করতে পারি: মালদিনি
-
আর্মিনিয়ার গোলরক্ষক ওর্টেগাকে দলে টানল সিটি
-
অফসাইডের জটিলতা দূর করতে কাতার বিশ্বকাপে নতুন প্রযুক্তি
-
এভারটন থেকে টটেনহ্যামে রিশার্লিসন
সর্বাধিক পঠিত
- যা হচ্ছে, তার জন্য নূপুর শর্মা দায়ী: ভারতের সুপ্রিম কোর্ট
- বাঘাইড় বিক্রি করায় সুপার শপকে ৫০ হাজার টাকা জরিমানা
- অধ্যাপক রতন সিদ্দিকীর বাসায় হামলা
- পদ্মা সেতু হয়ে যাতায়াতকারী বাসের ভাড়া বাড়ল
- রাষ্ট্রপতির ছেলের গাড়িচালককে মারধর: জবি ছাত্রলীগের কমিটি স্থগিত
- হলি আর্টিজানের সেই রাত যেভাবে বদলে দেয় বাংলাদেশকে
- নাঈমের ৫ উইকেট, সৌম্যর ৮১
- সাদা বলের নেতৃত্বে ফিরলেন রোহিত, ওয়ানডে দলে জাদেজা-হার্দিক
- অফসাইডের জটিলতা দূর করতে কাতার বিশ্বকাপে নতুন প্রযুক্তি
- পদ্মা সেতু: যশোর তাকিয়ে কালনা সেতুর দিকে