এশিয়া কাপ হকি: ভালো শুরুর পর বড় হার বাংলাদেশের
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 23 May 2022 02:59 PM BdST Updated: 23 May 2022 03:09 PM BdST
-
ফাইল ছবি
শুরুটা আশা জাগানিয়া। পেনাল্টি গোলে এগিয়ে গিয়ে চমক দেওয়ার বার্তা দিলেন খোরশেদুর রহমান-রোমান সরকাররা। কিন্তু ওই অতটুকুই। এরপর সময় যত গড়াল, একটু একটু করে খেই হারিয়ে বাংলাদেশ দল এশিয়া কাপ হকি শুরু করল বড় হার দিয়ে।
ইন্দোনেশিয়ার জাকার্তায় জেবিকে ফিল্ডে সোমবার পুল ‘বি’-এর ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৬-১ গোলে হারে বাংলাদেশ। মঙ্গলবার নিজেদের দ্বিতীয় ম্যাচে ওমানের মুখোমুখি হবে গোবিনাথান ইমানের দল।
গত বছর ঢাকায় হওয়া এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোরিয়ার বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ৩-২ গোলে হেরেছিল বাংলাদেশ। এ ম্যাচের ষষ্ঠ মিনিটে খোরশেদুর রহমানের পেনাল্টি গোলে দল এগিয়ে যাওয়ায় মিলেছিল আরেকটি জমজমাট ম্যাচের ইঙ্গিত।
কিন্তু ত্রয়োদশ মিনিটে দক্ষিণ কোরিয়া সমতায় ফেরার পর একটু একটু করে পিছিয়ে পড়তে থাকে বাংলাদেশ। দ্বিতীয় ও তৃতীয় কোয়ার্টারে ২টি করে এবং শেষ কোয়ার্টারে আরও একটি গোল হজম করে ছিটকে যায় ম্যাচ থেকে।
এশিয়া কাপের সবশেষ আসর ২০১৭ সালে বসেছিল ঢাকায়। সেবার সেমি-ফাইনালে চীনের কাছে ৩-৩ ড্রয়ের পর টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে হেরে পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে উঠেছিল বাংলাদেশ। জাপানের কাছে ৪-০ গোলে হেরে হয়েছিল ৬ষ্ঠ।
সর্বাধিক পঠিত
- বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার পর ম্যাচ পরিত্যক্ত
- ওভারে ৩৫ রান দিয়ে ব্রডের বিশ্ব রেকর্ড
- ব্যাটিং হতাশার ফাঁকে সাকিব-সোহানের ক্যামিও
- ভাড়া কমল বরিশাল-ঢাকা নৌপথে
- অসুস্থ ছিলাম, দলের কেউ খোঁজ নেয়নি: রওশন
- শিক্ষক হত্যা: জিতুর ‘বান্ধবী’ও বহিষ্কৃত, স্কুল খুললেও উপস্থিতি কম
- দোরাইস্বামী যাচ্ছেন, আসছেন সুধাকর
- নাম বিভ্রাটে ছেড়ে দিয়ে বিয়ের আসর থেকে ফের গ্রেপ্তার
- ভারতের ভ্রমণ ভিসায় ৩ মাস পূর্ণ না হলে ফেরত পাঠানোর অভিযোগ
- নতুন চেহারার উইন্ডিজের সামনে আত্ম অনুসন্ধানী বাংলাদেশ