আবারও ইপিএলের সেরা উদীয়মান ফোডেন

ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ড, ডেকলান রিস, বুকায়ো সাকারা ছিলেন লড়াইয়ে। সবাইকে পেছনে টানা দ্বিতীয়বার ইংলিশ প্রিমিয়ার লিগের সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার জিতে নিলেন ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার ফিল ফোডেন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 May 2022, 11:01 AM
Updated : 21 May 2022, 11:01 AM

প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ শনিবার চলতি আসরের সেরা তরুণ হিসেবে ২১ বছর বয়সী ফোডেনের নাম ঘোষণা করে। সমর্থক এবং প্রিমিয়ার লিগ কতৃপক্ষের সম্মিলিত ভোটে মোট সাতজনকে পেছনে ফেলে সেরা হন এই ইংলিশ ফুটবলার।

দলকে লিগ শিরোপা লড়াইয়ে রাখতে দারুণ অবদান আছে তার। আসরে এখন পর্যন্ত ২৭ ম্যাচে ৯ গোলের সঙ্গে পাঁচটি অ্যাসিস্ট করেছেন ফোডেন।

শেষ রাউন্ডে রোববার অ্যাস্টন ভিলাকে হারালেই চ্যাম্পিয়ন হয়ে যাবে তারা। অন্য ম্যাচের ফল পক্ষে এলে নিজেরা ড্র করলেও বা হারলেও পেপ গুয়ার্দিওলার দলের লক্ষ্য পূরণ হয়ে যেতে পারে।

টানা দুই মৌসুম প্রিমিয়ার লিগের সেরা তরুণ খেলোয়াড় হতে পেরে দারুণ খুশি ফোডেন।

“প্রিমিয়ার লিগে অনেক প্রতিভাবান তরুণ খেলোয়াড় আছে। সবার মাঝে থেকে পুরস্কারটি আবার জিততে পেরে গর্বিত বোধ করছি।”