এমবাপের সিদ্ধান্ত জানেন না পিএসজি কোচ
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 20 May 2022 09:18 PM BdST Updated: 20 May 2022 11:24 PM BdST
বিশ্ব ফুটবলে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি কিলিয়ান এমবাপের ভবিষ্যৎ। সময় ফুরিয়ে আসছে, তাই খুব দ্রুতই আসবে চূড়ান্ত ঘোষণা। ফরাসি তারকা পিএসজিতেই থাকবেন না পাড়ি দেবেন অন্যত্র, সবাই এর উত্তর জানার অপেক্ষায়। তাদের মধ্যে আছেন মাওরিসিও পচেত্তিনোও।
লিগ ওয়ানে নিজেদের শেষ ম্যাচে শনিবার মেসের বিপক্ষে খেলবে পিএসজি। এই ম্যাচ দিয়েই শেষ হবে তাদের মৌসুম। স্বাভাবিকভাবে এই ম্যাচের আগের দিন পচেত্তিনোর সংবাদ সম্মেলনে এলো এমবাপে প্রসঙ্গ।
“এমবাপের সিদ্ধান্ত কি আমি জানি না। এটা ক্লাবের সঙ্গে কিলিয়ানের ব্যক্তিগত ব্যাপার। অনেক রকম খবর এবং গুজব আছে।”
“কিলিয়ানের সঙ্গে এই মৌসুমেই চুক্তি শেষ হবে। এই বিষয়গুলো সামলানো ক্লাব এবং খেলোয়াড়ের ওপর নির্ভর করে। দুই পক্ষকে উদ্বিগ্ন করে, এমন মন্তব্য করার জন্য আমি সঠিক ব্যক্তি নই। বিশেষ করে খেলোয়াড় সম্পর্কে নয়।”
স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ এমবাপেকে পেতে উদগ্রীব। ফরাসি ফরোয়ার্ডেরও শৈশবের প্রিয় ক্লাব মাদ্রিদের দলটি।
তবে কিছু দিন আগে পচেত্তিনো একবার বলেছিলেন, এমবাপে পিএসজিতেই থাকবেন। যদিও পরে তিনি দাবি করেন, তার বক্তব্য ভিন্ন ভাবে উপস্থাপন করা হয়েছে।
তবে এমবাপে আরও অনেক বছর পিএসজিতে থাকুক, পচেত্তিনোর চাওয়া এটাই। কিন্তু কী ঘটে তা দেখার জন্য তিনিও অন্যদের মতো অপেক্ষায়।
“আমি এ নিয়ে মিথ্যা বলব না, আমি জানি না কী ঘটতে যাচ্ছে। আমি এটাও জানি না, সে কখন সিদ্ধান্ত নেবে বা কী সিদ্ধান্ত নেবে। আমরা কিছুই জানি না। কী ঘটবে তা দেখার জন্য অপেক্ষা করছি।”
-
নতুন চুক্তি করে আরও সাফল্যের আশায় সালাহ
-
টেনিসে নতুন রেকর্ড গড়লেন ইসনার
-
ইন্টারে যোগ দিয়ে ক্যামেরুনের গোলরক্ষক ওনানার ‘স্বপ্নপূরণ’
-
দর্শক উপস্থিতির নতুন রেকর্ড গড়তে যাচ্ছে উইমেন’স ইউরো
-
আমরা এখন ভবিষ্যতের পরিকল্পনা করতে পারি: মালদিনি
-
আর্মিনিয়ার গোলরক্ষক ওর্টেগাকে দলে টানল সিটি
-
অফসাইডের জটিলতা দূর করতে কাতার বিশ্বকাপে নতুন প্রযুক্তি
-
এভারটন থেকে টটেনহ্যামে রিশার্লিসন
সর্বাধিক পঠিত
- যা হচ্ছে, তার জন্য নূপুর শর্মা দায়ী: ভারতের সুপ্রিম কোর্ট
- বাঘাইড় বিক্রি করায় সুপার শপকে ৫০ হাজার টাকা জরিমানা
- অধ্যাপক রতন সিদ্দিকীর বাসায় হামলা
- পদ্মা সেতু হয়ে যাতায়াতকারী বাসের ভাড়া বাড়ল
- রাষ্ট্রপতির ছেলের গাড়িচালককে মারধর: জবি ছাত্রলীগের কমিটি স্থগিত
- নাঈমের ৫ উইকেট, সৌম্যর ৮১
- হলি আর্টিজানের সেই রাত যেভাবে বদলে দেয় বাংলাদেশকে
- সাদা বলের নেতৃত্বে ফিরলেন রোহিত, ওয়ানডে দলে জাদেজা-হার্দিক
- অফসাইডের জটিলতা দূর করতে কাতার বিশ্বকাপে নতুন প্রযুক্তি
- বড় ভাইয়ের মৃত্যু: প্যারোলে মুক্ত হাজী সেলিম