বরুশিয়া ডর্টমুন্ডের কোচ বরখাস্ত

বরুশিয়া ডর্টমুন্ডে মাত্র এক মৌসুমেই শেষ হয়ে গেল কোচ মার্কো রোসার অধ্যায়। ২০২১-২২ মৌসুম শেষ হতেই এই জার্মান কোচকে দায়িত্ব থেকে অব্যাহতি দিল বুন্ডেসলিগার ক্লাবটি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 May 2022, 01:56 PM
Updated : 20 May 2022, 01:56 PM

ক্লাবের ওয়েবসাইটে বৃহস্পতিবার বিবৃতি দিয়ে বিষয়টি জানিয়েছে ডর্টমুন্ড। গত মৌসুমে রোসার কাজ ‘নিবিড়ভাবে বিশ্লেষণ’ করে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে উল্লেখ করা হয়েছে।

২০২০-২১ মৌসুম শেষে বুন্ডেসলিগার আরেক ক্লাব বরুশিয়া মনশেনগ্লাডবাখ ছেড়ে ডর্টমুন্ডের দায়িত্ব নিয়েছিলেন রোসা।

লিগে রানার্সআপ হওয়া ডর্টমুন্ড ২০২১-২২ মৌসুম শেষ করেছে কোনো শিরোপা ছাড়াই। বুন্ডেসলিগায় এপ্রিলের মাঝ পর্যন্ত শিরোপা লড়াইয়ে টিকে ছিল তারা। তবে বায়ার্ন মিউনিখের মাঠে ৩-১ গোলে হেরে একরকম তখনই শেষ হয়ে যায় তাদের আশা।

শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হয় বায়ার্ন। তাদের চেয়ে ৮ পয়েন্ট পেছনে থেকে আসর শেষ করে রোসার দল।

ডর্টমুন্ড সবশেষ লিগ জিতেছিল ১০ বছর আগে। তখন দলটির ডাগআউটে ছিলেন বর্তমান লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ।

ইউরোপিয়ান প্রতিযোগিতায়ও ডর্টমুন্ডের পারফরম্যান্স ছিল হতাশাজনক। চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্ব থেকে বিদায়ের পর ইউরোপা লিগেও সুবিধা করতে পারেনি দলটি।

ইউরোপের দ্বিতীয় সেরা ক্লাব প্রতিযোগিতাটির নকআউট রাউন্ডের প্লে-অফ থেকে বিদায় নেয় ডর্টমুন্ড। দুই লেগ মিলিয়ে তাদের ৬-৪ গোলে হারানো রেঞ্জার্স পরে রানার্সআপ হয়।