ব্রাজিলিয়ান ক্লাব মিনেইরোর অজেয় রেকর্ড
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 20 May 2022 07:05 PM BdST Updated: 20 May 2022 07:37 PM BdST
-
ছবি : আতলেতিকো মিনেইরো টুইটার
ক্লাব ফুটবলে দক্ষিণ আমেরিকার শীর্ষ প্রতিযোগিতা কোপা লিবের্তাদোরেসে নতুন রেকর্ড গড়েছে আতলেতিকো মিনেইরো। চ্যাম্পিয়ন্স লিগের সমতুল্য এই টুর্নামেন্টে টানা ১৮ ম্যাচ হারেনি ব্রাজিলিয়ান ক্লাবটি, যা প্রতিযোগিতার ৬২ বছরের ইতিহাসে টানা অপরাজিত থাকার রেকর্ড।
গ্রুপ পর্বের ম্যাচে গত বৃহস্পতিবার একুয়েডরের ক্লাব ইন্দিপেন্দিয়েন্ত দেল ভায়ের বিপক্ষে ৩-১ গোলে জিতেছে মিনেইরো। এই জয়ের মধ্য দিয়েই রেকর্ডটি গড়ে ক্লাবটি।
১৯৬২ থেকে ১৯৬৭ সাল পর্যন্ত টানা ১৭ ম্যাচ অপরাজিত থেকে রেকর্ড গড়েছিল পেরুর ক্লাব স্পোর্তিং ক্রিস্তাল। ২০২০ ও ২০২১ সাল মিলিয়ে ১৭ ম্যাচ অপরাজিত থেকে তাদের রেকর্ড ভাগ বসায় ব্রাজিলের ক্লাব ফ্লামেঙ্গো। তাদের ছাড়িয়ে নতুন উচ্চতায় পৌঁছে গেল মিনেইরো।
গ্রুপ ‘ডি’-এর শীর্ষে ওঠার পাশাপাশি এক ম্যাচ হাতে রেখে শেষ ষোলো নিশ্চিত করেছে মিনেইরো।
দুই অর্ধে দুই গোল করা ব্রাজিলিয়ান ফরোয়ার্ড হাল্ক এখন পর্যন্ত কোপা লিবের্তাদোরেসে গোল করেছেন ৯টি। ক্লাবের ইতিহাসে এই টুর্নামেন্টে এখন পর্যন্ত তার চেয়ে বেশি গোল করেছেন কেবল জো (১১)। ৩৫ বছর বয়সী জো তার অধিকাংশ গোলই করেছিলেন ২০১৩ সালে। ওই বছরই মিনেইরো তাদের প্রথম ও একমাত্র শিরোপা জিতেছিল এই প্রতিযোগিতায়।
-
নতুন চুক্তি করে আরও সাফল্যের আশায় সালাহ
-
টেনিসে নতুন রেকর্ড গড়লেন ইসনার
-
ইন্টারে যোগ দিয়ে ক্যামেরুনের গোলরক্ষক ওনানার ‘স্বপ্নপূরণ’
-
দর্শক উপস্থিতির নতুন রেকর্ড গড়তে যাচ্ছে উইমেন’স ইউরো
-
আমরা এখন ভবিষ্যতের পরিকল্পনা করতে পারি: মালদিনি
-
আর্মিনিয়ার গোলরক্ষক ওর্টেগাকে দলে টানল সিটি
-
অফসাইডের জটিলতা দূর করতে কাতার বিশ্বকাপে নতুন প্রযুক্তি
-
এভারটন থেকে টটেনহ্যামে রিশার্লিসন
সর্বাধিক পঠিত
- যা হচ্ছে, তার জন্য নূপুর শর্মা দায়ী: ভারতের সুপ্রিম কোর্ট
- বাঘাইড় বিক্রি করায় সুপার শপকে ৫০ হাজার টাকা জরিমানা
- অধ্যাপক রতন সিদ্দিকীর বাসায় হামলা
- পদ্মা সেতু হয়ে যাতায়াতকারী বাসের ভাড়া বাড়ল
- রাষ্ট্রপতির ছেলের গাড়িচালককে মারধর: জবি ছাত্রলীগের কমিটি স্থগিত
- হলি আর্টিজানের সেই রাত যেভাবে বদলে দেয় বাংলাদেশকে
- নাঈমের ৫ উইকেট, সৌম্যর ৮১
- সাদা বলের নেতৃত্বে ফিরলেন রোহিত, ওয়ানডে দলে জাদেজা-হার্দিক
- অফসাইডের জটিলতা দূর করতে কাতার বিশ্বকাপে নতুন প্রযুক্তি
- পদ্মা সেতু: যশোর তাকিয়ে কালনা সেতুর দিকে