গুয়াংজুতে মলিন দিয়া-রোমানরা
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 20 May 2022 05:34 PM BdST Updated: 20 May 2022 05:34 PM BdST
লুজান থেকে গুয়াংজু। এক বছরের ব্যবধানে আরেকটি সাফল্যের গল্প লেখার প্রত্যয় ছিল রোমানা সানা, দিয়া সিদ্দিকীদের। কিন্তু চাওয়া পূরণে নিজেদের মেলে ধরতে পারেননি কেউ। দক্ষিণ কোরিয়ার আর্চারি ওয়ার্ল্ড কাপ (স্টেজ-২) থেকে এবার বাংলাদেশ তাই পেল না কিছুই।
দক্ষিণ কোরিয়ার গুয়াংজুতে শুক্রবার রিকার্ভ মিশ্র দলগত বিভাগে এলিমিনেশন রাউন্ড বাংলাদেশ শুরু করে তুরস্ককে ৫-৩ সেট পয়েন্টে হারিয়ে। কিন্তু কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল ও দিয়া জুটি ৬-২ সেট পয়েন্টে হেরে যান দক্ষিণ কোরিয়ার কাছে।
কোরিয়ার সঙ্গে চার সেটে গড়ানো জমজমাট লড়াইয়ে প্রথম সেট ৩৮-৩৮ ড্র করেছিল বাংলাদেশ। দ্বিতীয় সেটে ৩৮-৩৬ ব্যবধানে হারের পর তৃতীয় সেটে ফের ৩৬-৩৬ ড্র করেন রুবেল-দিয়া জুটি। কিন্তু চতুর্থ সেটে আবার হেরে যান ৩৭-৩৫ ব্যবধানে।
গত বছর সুইজারল্যান্ডের লুজানে হওয়া আসের এই ইভেন্টে খেলেছিলেন রোমান ও দিয়া জুটি। তাদের হাত ধরে এসেছিল রুপার পদক।
রিকার্ভ এককের দুই বিভাগে আরও মলিন বাংলাদেশের আর্চাররা। নারী এককে এলিমিনেশন রাউন্ডের প্রথম ধাপে দারুণ লড়াই করলেও স্পেনের প্রতিযোগীর কাছে ৬-৫ সেট পয়েন্টে হেরে ছিটকে যান দিয়া।
পুরুষ এককেও এলিমিনেশন রাউন্ডে ঝরে গেছেন সবাই। রোমান সানা ৬-৪ সেট পয়েন্টে হারেন ভারতের তরুণদীপ রাইয়ের কাছে। রুবেল ৬-২ সেট পয়েন্টে ও আলিফ ৭-১ ব্যবধানে হেরে বিদায় নেন।
বৃহস্পতিবার রিকার্ভ পুরুষ দলগত বিভাগের প্রি-কোয়ার্টার ফাইনালে বিবর্ণ পারফরম্যান্সে দক্ষিণ কোরিয়ার কাছে ৬-০ ব্যবধানে হেরেছিল দল।
-
নেদারল্যান্ডসের মালাসিয়াকে দলে টানল ইউনাইটেড
-
ফ্রি ট্রান্সফারে এসি মিলানে ওরিগি
-
এক ম্যাচ নিষিদ্ধ ব্রাজিলিয়ান স্ট্রাইকার রিশার্লিসন
-
পিএসজির নতুন কোচ গালতিয়ে
-
ভাঙল পিএসজি-পচেত্তিনো জুটি
-
ধর্ষণের অভিযোগে প্রিমিয়ার লিগের আরেক ফুটবলার গ্রেপ্তার
-
সাবেক টটেনহ্যাম কোচ নুনো এবার সৌদি ক্লাবের দায়িত্বে
-
গুঞ্জনের মধ্যে ম্যানইউয়ের অনুশীলনে অনুপস্থিত রোনালদো
সর্বাধিক পঠিত
- কোথায় কখন লোড শেডিং, সময় বেঁধে দেওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
- ফেইসবুকে ধর্ম নিয়ে মন্তব্য: স্কুল শিক্ষকের ৮ বছরের কারাদণ্ড
- রুট-বেয়ারস্টোর সেঞ্চুরিতে রেকর্ড গড়ে ভারতকে হারাল ইংল্যান্ড
- সঙ্কট আসতে পারে, প্রস্তুত থাকতে হবে: কাদের
- গায়ে আগুন দিয়ে আত্মহত্যা: হেনোলাক্স গ্রুপের মালিকের বিরুদ্ধে মামলা
- পিএসজির নতুন কোচ গালতিয়ে
- নিজের গায়ে আগুন দেওয়া গাজী আনিসকে বাঁচানো গেল না
- কোহলির রেকর্ড ভেঙে বাবর বললেন, ‘পরিশ্রমের ফসল’
- পদ্মা সেতুর পর যাত্রী হারিয়েছে খুলনার ট্রেন, নেই ‘ঈদ স্পেশাল’
- ‘ট্রিপল’ কীর্তিতে সোবার্স, ক্যালিস, বোথামদের পাশে অ্যান্ডারসন