চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের পরই উৎসব করতে চায় লিভারপুল

চলতি মৌসুমে এরই মধ্যে দুটি শিরোপা জেতা লিভারপুলের সামনে আছে  ‘কোয়াড্রপল’ জয়ের হাতছানি। শেষ পর্যন্ত ট্রফি শোকেসে কয়টি শিরোপা উঠবে, তা নিশ্চিত না হলেও উদযাপনের দিনক্ষণ ঠিক করে ফেলেছে ইয়ুর্গেন ক্লপের দল। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের পরদিন মৌসুম শেষের বিজয় উৎসব করবে তারা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 May 2022, 09:39 AM
Updated : 19 May 2022, 09:39 AM

গত ফেব্রুয়ারিতে চেলসিকে হারিয়ে লিগ কাপের শিরোপা জেতে লিভারপুল। এরপর গত শনিবার একই প্রতিপক্ষকে হারিয়ে এফএ কাপ চ্যাম্পিয়ন হয় তারা।

প্রিমিয়ার লিগের লড়াইয়েও ভালোভাবে আছে লিভারপুল। যদিও শিরোপা ভাগ্য নেই তাদের হাতে। ৩৭ ম্যাচে ৮৯ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে অ্যানফিল্ডের দলটি। সমান ম্যাচে ৯০ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানচেস্টার সিটি।

চ্যাম্পিয়ন্স লিগে অবশ্য লিভারপুলের শিরোপা জেতার সম্ভাবনা সমানে সমান। প্যারিসে আগামী ২৮ মে ফাইনালে তাদের প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ। ওই ম্যাচের ফলাফল যাই হোক, পরদিন দেশে ফিরে ভিক্টোরি প‍্যারেড করবে ‘অল রেড’ নামে পরিচিত দলটি।

পুরুষ দলের সঙ্গে যোগ দেবে লিভারপুলের নারী দলও। চলতি মৌসুমে উইমেন্স এফএ কাপ জিতেছে তারা।