‘জায়ান্ট’ রোনালদোর সঙ্গে কাজ করতে উন্মুখ টেন হাগ
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 16 May 2022 08:30 PM BdST Updated: 16 May 2022 10:15 PM BdST
নতুন কোচের পরিকল্পনায় কি আছেন ক্রিস্তিয়ানো রোনালদো? চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার ইউনাইটেড জায়গা না পাওয়ায় পর্তুগিজ মহাতারকা কি ছাড়বেন দল? এমন সব প্রশ্ন নিয়ে গত কিছু দিন ধরেই চর্চা চলছে। এর মধ্যে নিজের অবস্থান পরিষ্কার করলেন ইউনাইটেডের নতুন কোচ এরিক টেন হাগ। জানালেন, পর্তুগিজ ফরোয়ার্ডকে নিয়েই দলের পরিকল্পনা সাজাতে চান। পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী তারকার সঙ্গে কাজ শুরু করতে তর সইছে না তার।
গত গ্রীষ্মের দলবদলে ইউভেন্তুস থেকে দুই বছরের চুক্তিতে ওল্ড ট্র্যাফোর্ডে ফেরেন রোনালদো। তখন অনেকে ধারণা করছিল, হয়তো ৩৬ বছর (বর্তমানে ৩৭) বছর বয়সী ফুটবলারকে সংগ্রাম করতে হতে পারে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রিমিয়ার লিগে।
তবে মৌসুমের শেষের দিকে এসে দেখা যাচ্ছে ক্যারিয়ারে অসংখ্যবারের মতো আবারও সবাইকে ভুল প্রমাণ করেছেন তিনি। লিগে এখন পর্যন্ত ৩০ ম্যাচে তৃতীয় সর্বোচ্চ ১৮টি গোল করেছেন রোনালদো।
শুধু গোল করাই নয়, সাবেক রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ডের উপস্থিতি যেন ইউনাইটেড দলের চেহারাই বদলে দেয় অনেকটা। তিনি মাঠে না থাকা অবস্থায় যা প্রবলভাবে ফুটে ওঠে।
সব প্রতিযোগিতা মিলিয়ে চলতি মৌসুমে ৩৯ ম্যাচে ২৪ বার জালের দেখা পেয়েছেন রোনালদো। দুইবার হয়েছেন প্রিমিয়ার লিগের মাস সেরা খেলোয়াড়।
ব্যক্তিগতভাবে রোনালদোর জন্য মৌসুমটা দারুণ গেলেও ম্যানচেস্টারের দলটির জন্য ছিল চরম হতাশার। ২০২১-২২ মৌসুমে কোনো শিরোপা না জেতা দলটির লিগে শীর্ষ চারে না থাকা নিশ্চিত হয়ে গেছে এরই মধ্যে। ফলে তারা খেলতে পারবে না আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে।
ইউরোপ সেরার মঞ্চে ইউনাইটেড জায়গা করে নিতে ব্যর্থ হওয়ায় সম্প্রতি গুঞ্জন ছড়ায় যে, আসছে দলবদলের মৌসুমে ক্লাব ছাড়তে পারেন রোনালদো। তবে এই তারকাকে ধরে রাখার পক্ষে আগামী মৌসুম থেকে দলটির দায়িত্ব নিতে যাওয়া টেন হাগ।
ডাচ প্রকাশনা টেলিগ্রাফের সঙ্গে সোমবার এক আলাপচারিতায় টেন হাগ বলেন, তার পরিকল্পনায় ভালোভাবেই আছেন রোনালদো।
“তার সঙ্গে কাজ করার জন্য আমি উন্মুখ হয়ে আছি। রোনালদো ইতিমধ্যে যা করেছে, সেটাই বলে দেয় যে সে একজন ‘জায়ান্ট।’ আমি মনে করি সে এখনও খুব উচ্চাভিলাষী।”
“নিঃসন্দেহে আমি তাকে ক্লাবে রেখে দিতে চাই। সে এই বছর (মৌসুম) ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং দারুণ পরিসংখ্যান তারই প্রমাণ।”
লিগে ৩৭ ম্যাচে ১৬ জয় ও ১০ ড্রয়ে ৫৮ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে ইউনাইটেড। আগামী রোববার ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে শেষ রাউন্ডের ম্যাচ খেলবে দলটি।
-
সেরি আয় প্রথম নারী রেফারি
-
নতুন চুক্তি করে আরও সাফল্যের আশায় সালাহ
-
টিভিতে আজ
-
টেনিসে নতুন রেকর্ড গড়লেন ইসনার
-
ইন্টারে যোগ দিয়ে ক্যামেরুনের গোলরক্ষক ওনানার ‘স্বপ্নপূরণ’
-
দর্শক উপস্থিতির নতুন রেকর্ড গড়তে যাচ্ছে উইমেন’স ইউরো
-
আমরা এখন ভবিষ্যতের পরিকল্পনা করতে পারি: মালদিনি
-
আর্মিনিয়ার গোলরক্ষক ওর্টেগাকে দলে টানল সিটি
সর্বাধিক পঠিত
- অধ্যাপক রতন সিদ্দিকীর বাসায় হামলা
- নতুন চেহারার উইন্ডিজের সামনে আত্ম অনুসন্ধানী বাংলাদেশ
- নড়াইলে শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার নিষিদ্ধ
- পদ্মা সেতু হয়ে যাতায়াতকারী বাসের ভাড়া বাড়ল
- দ্রুততম সেঞ্চুরিতে ধোনির রেকর্ড ভাঙলেন পান্ত
- নাঈমের ৫ উইকেট, সৌম্যর ৮১
- রাষ্ট্রপতির ছেলের গাড়িচালককে মারধর: জবি ছাত্রলীগের কমিটি স্থগিত
- যা হচ্ছে, তার জন্য নূপুর শর্মা দায়ী: ভারতের সুপ্রিম কোর্ট
- মুকুল বোস মারা গেছেন
- সাদা বলের নেতৃত্বে ফিরলেন রোহিত, ওয়ানডে দলে জাদেজা-হার্দিক