চোটে ক্যাম্পে যোগ দেননি গোলরক্ষক শহীদুল
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 16 May 2022 08:25 PM BdST Updated: 16 May 2022 08:25 PM BdST
কিছুদিন ধরে তলপেটে ব্যথা অনুভব করছিলেন। প্রিমিয়ার লিগে গত কয়েক ম্যাচে ব্যথা বাড়তে থাকে আরও। শহীদুল আলম সোহেল তাই শরণাপন্ন হয়েছিলেন ডাক্তারের। রিপোর্ট ভালো আসেনি; তলপেটে আছে পুরান চোট। তাই জাতীয় দলের ক্যাম্পে আপাতত যোগ দেওয়া হচ্ছে না আবাহনীর এই গোলরক্ষকের।
আগামী ৮ জুন মালয়েশিয়ার কুয়ালা লামপুরে শুরু হবে এশিয়ান কাপের বাছাই। এ উপলক্ষে মঙ্গলবার বসুন্ধরা কিংস অ্যারেনায় মাঠের প্রস্তুতি শুরু করবেন হাভিয়ের কাবরেরা। সোমবার ক্যাম্পে ডাক পাওয়া খেলোয়াড়দের যোগ দেওয়ার কথা ছিল।
জামাল ভূইয়া, রায়হান হাসান, হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস, সাদউদ্দিনরা যোগ দিলেও শহীদুল যোগ দিতে পারেনি। ফিজিওর পরামর্শে বিশ্রামে থাকার কথা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানালেন জাতীয় দলের এই অভিজ্ঞ গোলরক্ষক।
“লিগের শেষ দিকের কয়েকটি ম্যাচে তলপেটে বেশ ব্যথা অনুভব করছিলাম। আল্ট্রা-সনো করার পর দেখা গেল পুরান চোট আছে এবং সে কারণেই ব্যথা। রিপোর্ট নিয়ে ক্লাবের ফিজিওর সঙ্গে কথা বললাম। দিন দশেক বিশ্রাম নিয়ে আবার পরীক্ষা করার কথা বললেন তিনি। এ কারণেই আপাতত ক্যাম্পে যোগ দিতে পারছি না।”
আগামী বছর হতে যাওয়া এশিয়ান কাপের মূল পর্বের স্বাগতিক ছিল চীন; কিন্তু গত শনিবার তাদের সরে দাঁড়ানোর কথা জানায় এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। তবে বাছাইয়ের প্রস্তুতি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।
এশিয়ান কাপের বাছাইয়ের আগে আগামী ১ জুন ইন্দোনেশিয়ার বিপক্ষেও একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। বসুন্ধরা কিংসের হয়ে এএফসি কাপ খেলতে অনেক খেলোয়াড় ভারতে থাকায় আপাতত হাতে পাওয়াদের নিয়েই প্রস্তুতি শুরু করবেন কাবরেরা।
-
সেরি আয় প্রথম নারী রেফারি
-
নতুন চুক্তি করে আরও সাফল্যের আশায় সালাহ
-
টিভিতে আজ
-
টেনিসে নতুন রেকর্ড গড়লেন ইসনার
-
ইন্টারে যোগ দিয়ে ক্যামেরুনের গোলরক্ষক ওনানার ‘স্বপ্নপূরণ’
-
দর্শক উপস্থিতির নতুন রেকর্ড গড়তে যাচ্ছে উইমেন’স ইউরো
-
আমরা এখন ভবিষ্যতের পরিকল্পনা করতে পারি: মালদিনি
-
আর্মিনিয়ার গোলরক্ষক ওর্টেগাকে দলে টানল সিটি
সর্বাধিক পঠিত
- অধ্যাপক রতন সিদ্দিকীর বাসায় হামলা
- নতুন চেহারার উইন্ডিজের সামনে আত্ম অনুসন্ধানী বাংলাদেশ
- নড়াইলে শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার নিষিদ্ধ
- পদ্মা সেতু হয়ে যাতায়াতকারী বাসের ভাড়া বাড়ল
- দ্রুততম সেঞ্চুরিতে ধোনির রেকর্ড ভাঙলেন পান্ত
- নাঈমের ৫ উইকেট, সৌম্যর ৮১
- মুকুল বোস মারা গেছেন
- রাষ্ট্রপতির ছেলের গাড়িচালককে মারধর: জবি ছাত্রলীগের কমিটি স্থগিত
- সাদা বলের নেতৃত্বে ফিরলেন রোহিত, ওয়ানডে দলে জাদেজা-হার্দিক
- ব্যর্থ কোহলি, পান্ত ১৪৬, জাদেজা অপরাজিত ৮৩