থাইল্যান্ডকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 14 May 2022 04:41 PM BdST Updated: 14 May 2022 05:16 PM BdST
-
ছবি: এশিয়ান হকি ফেডারেশনের ফেইসবুক
-
ছবি: এশিয়ান হকি ফেডারেশনের ফেইসবুক
শুরুতে পিছিয়ে পড়ার পর দারুণভাবে ঘুরে দাঁড়ানোর গল্প লিখল বাংলাদেশ। স্বাগতিক থাইল্যান্ডকে গুঁড়িয়ে উঠল এশিয়ান গেমস হকি ডিসিপ্লিনে বাছাইয়ের ফাইনালে। ওমানের বিপক্ষে প্রতিশোধ নেওয়ার উপলক্ষও পেল লাল-সবুজ জার্সিধারীরা।
থাইল্যান্ডের ব্যাংককে শনিবার দ্বিতীয় সেমি-ফাইনালে ৪-১ গোলে জিতেছে বাংলাদেশ। জোড়া গোল করেন আশরাফুল ইসলাম, একটি করে গোল রোমান সরকার ও রকিবুল হাসানের।
প্রথম সেমি-ফাইনালে ইন্দোনেশিয়াকে ২-০ গোলে হারিয়েছে ওমান। রোববার তাদের মুখোমুখি হবে বাংলাদেশ। গতবারের বাছাইয়ের ফাইনালে ওমানের কাছে ২-০ গোলে হেরেছিল তারা।
এবারের ফাইনালের ওঠার লড়াইয়ে দশম মিনিটেই বাংলাদেশকে চমকে দেয় থাইল্যান্ড। টানা তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে পুল 'বি'-এর গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া গোবিনাথান ইমানের দল পিছিয়ে পড়ে চানাচল রাঙ্গনিওমের ফিল্ড গোলে।

গত এএইচএফ কাপের চ্যাম্পিয়ন বাংলাদেশ ৪৬তম মিনিটে ব্যবধান আরও বাড়িয়ে নেয় রকিবুলের ফিল্ড গোলে। সিঙ্গাপুরকে হারানো ম্যাচে একমাত্র গোলটি করেছিলেন তিনি।
ইন্দোনেশিয়াকে ৩-১ গোলে হারিয়ে বাছাই শুরু করেছিল বাংলাদেশ । গত মঙ্গলবার শ্রীলঙ্কাকে একই ব্যবধানে হারিয়ে এশিয়ান গেমসে খেলা নিশ্চিত করে দল। গ্রুপে নিজেদের শেষ ম্যাচে সিঙ্গাপুরকে ১-০ গোলে হারিয়েছিল তারা।
গত ৬ মে হঠাৎ করে এশিয়ান গেমস স্থগিত করে দেয় অলিম্পিক কাউন্সিল অব এশিয়া। ঠিক কবে নাগাদ হাংজোর আসর মাঠে গড়াবে, তার নিশ্চয়তা অবশ্য নেই।
-
রেঞ্জার্সের অপেক্ষা বাড়িয়ে ইউরোপা লিগ চ্যাম্পিয়ন আইনট্রাখট
-
টিভিতে আজ
-
কলকাতায় মারোংয়ের গোলে শুভসূচনা কিংসের
-
যেভাবে শেষ হয়ে যায় আগুয়েরোর ক্যারিয়ার
-
‘জিকো-ইব্রাহিমদের চ্যালেঞ্জ জানানোর মতো খেলোয়াড় ক্যাম্পে আছে’
-
ফাইনাল দেখতে এসে মারামারি করে গ্রেফতার ৫
-
‘লিভারপুলের শিরোপা কঠিন, তবে অসম্ভব নয়’
-
লিভারপুলের জয়ে শিরোপা লড়াই গড়াল শেষ রাউন্ডে
সর্বাধিক পঠিত
- শেষ বেলার ২ উইকেটে এগিয়ে বাংলাদেশ
- ফেনীতে গাড়ি তল্লাশি নিয়ে র্যাব-পুলিশের ‘হাতাহাতি’, আহত ৪
- বিদায়ের ইঙ্গিত দিলেন স্ত্রী, মুশফিক বললেন ‘এমন ভাবনা নেই’
- ‘মাদ্রিদে আসছেন এমবাপে’ ঘোষণার অপেক্ষায় রিয়াল
- লিভারপুলের জয়ে শিরোপা লড়াই গড়াল শেষ রাউন্ডে
- ‘বাংলাদেশে আসলে অভিজ্ঞতার দাম নেই’
- নয় সচিব পদে রদবদল, পদোন্নতি
- আমদানি নির্ভরতা কমাতে সরকারের ভাবনায় রাইস ব্র্যান ও সরিষার তেল
- মেদ ঝরাতে অস্ত্রোপচারে গিয়ে মৃত্যু হল অভিনেত্রীর
- ‘খুঁজে পেতে কষ্ট’, সব মাদ্রাসায় সাইনবোর্ড ঝুলানোর নির্দেশ