মোনাকো ছাড়ছেন ফাব্রেগাস

একের পর এক চোটে কাবু সেস ফাব্রেগাস নতুন ঠিকানা বেছে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। চলতি মৌসুম শেষে লিগ ওয়ানের দল মোনাকো ছাড়ার ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী ফুটবলার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 May 2022, 09:46 AM
Updated : 14 May 2022, 09:46 AM

সোফুট ডটকমকে দেওয়া সাক্ষাৎকারে ফাব্রেগাস নিশ্চিত দল ছাড়ার সম্ভাবনার কথা বলেছেন।

“এটা নিশ্চিত যে আমার মোনাকো অধ্যায় শেষ হতে যাচ্ছে।”

২০১১-২০১৪ পর্যন্ত বার্সেলোনার খেলা এই মিডফিল্ডার পরের পাঁচ বছর ছিলেন চেলসিতে। এরপর ২০১৯ সালে যোগ দেন ফরাসি ক্লাব মোনাকোতে।

“জুনে মোনাকোর সঙ্গে আমার চুক্তির মেয়াদ শেষ হবে এবং আমি নতুন শুরুর উপলক্ষ খুঁজছি।“

“কিন্তু এই বছরটা আমার এতই খারাপ গেছে যে এমন (দারুণ) ক্যারিয়ার গড়ার পর এভাবে এটার ইতি টানতে পারছি না। আমি খেলা চালিয়ে যেতে চাই।”

তবে দল বদলে কোথায় যাচ্ছেন, তা নিয়ে স্পষ্ট করে কিছু জানাননি ৩৫ বছর বয়সী এই ফুটবলার।

স্পেনের ২০১০ বিশ্বকাপ জয়ী দলের সদস্য ফাব্রেগাস দেশের হয়ে আরও জিতেছেন ২০০৮ ও ২০১২ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপও। আর ক্লাব ফুটবলে বার্সেলোনার হয়ে একটি ও চেলসির হয়ে দুটি লিগসহ অনেক শিরোপা জিতেছেন তিনি।