অভিযোগ না করে আর্তেতাকে দল নিয়ে ভাবার পরামর্শ কন্তের
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 13 May 2022 05:46 PM BdST Updated: 13 May 2022 05:46 PM BdST
-
ম্যাচ শেষে আর্সেনাল কোচ মিকেল আর্তেতার সঙ্গে টটেনহ্যাম হটস্পার কোচ আন্তোনিও কন্তে
দল আছে শীর্ষ চারে থাকার অনিশ্চয়তায়। মহাগুরুত্বপূর্ণ ম্যাচে হেরে রেফারির ওপর ক্ষোভ ঝেড়েছেন আর্সেনাল কোচ মিকেল আর্তেতা। বিষয়টি মেনে নিতে পারছেন না টটেনহ্যাম হটস্পার কোচ আন্তোনিও কন্তে। অভিযোগ না করে আর্তেতাকে দল নিয়ে ভাবার দিকে মনোযোগ দিতে বলেছেন তিনি।
প্রিমিয়ার লিগে গত বৃহস্পতিবার আর্সেনালের বিপক্ষে ৩-০ গোলে জয় পেয়ে সেরা চারে থাকার লড়াই জমিয়ে তুলেছে টটেনহ্যাম।
৩৬ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে আর্সেনাল। সমান ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে পাঁচে টটেনহ্যাম।
ম্যাচের ২২তম মিনিটে পেনাল্টি থেকে টটেনহ্যামকে এগিয়ে নেন হ্যারি কেইন। ম্যাচের গতিপথও বদলে যায় সেখান থেকেই। গোল হজমের পাশাপাশি এরপর ১০ জনের দলে পরিণত হয় আর্সেনাল। দুই হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন রব হোল্ডিং।
এক জন কম নিয়ে বাকি সময়ে আর পেরে ওঠেনি আর্সেনাল। ম্যাচের পর পেনাল্টি ও প্রথমার্ধে রেফারির বেশ কিছু সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করেন আর্তেতা। তার মতে, রেফারি ম্যাচটি নষ্ট করেছেন।
“আমি যা মনে করি, যদি তা বলি তাহলে আমাকে ছয় মাসের জন্য নিষিদ্ধ করা হবে। আমি জানি না কীভাবে মিথ্যা বলতে হয়, তাই আমি যা মনে করি তা বলতে চাই না। এটা হতাশার কারণ আজ এত সুন্দর একটা খেলা নষ্ট হয়ে গেছে।”
কন্তে অবশ্য রেফারিং নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ দেখছেন না। আর্তেতার অভিযোগ তার কাছে ভিত্তিহীন।
“আর্তেতা খুব ভালো একজন কোচ। তিনি সবে মাত্র এই কাজটি (কোচিং) করতে শুরু করেছেন এবং আমার মনে হয় যে, আমি তাকে অনেক অভিযোগ করতে শুনেছি। আমি মনে করি, তাকে তার দলের প্রতি আরও বেশি মনোযোগী হওয়া উচিত, অভিযোগ করা নয়।”
“আমার চোখে ওটা পরিষ্কার লাল কার্ড ছিল। ভুলে গেলে চলবে না লিভারপুলের বিপক্ষে ফাবিনিয়োর সঙ্গে যা হয়েছে তা নিয়ে আমি কিছুই বলিনি।”
শীর্ষ চারে থাকার মূল লড়াইটা আর্সেনাল ও টটেনহ্যামের মধ্যেই। ছয় নম্বর স্থানে থাকা ম্যানচেস্টার ইউনাইটেড ছিটকে গেছে আগেই। ৩৭ ম্যাচে তাদের পয়েন্ট ৫৮। তিনে আছে চেলসি, ৩৬ ম্যাচে ৭০ পয়েন্ট দলটির।
শিরোপা ধরে রাখার মিশনে ভালোভাবেই এগিয়ে থাকা ম্যানচেস্টার সিটি ৩৬ ম্যাচে ৮৯ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে। সমান ম্যাচে লিভারপুলের পয়েন্ট ৮৬।
-
রেঞ্জার্সের অপেক্ষা বাড়িয়ে ইউরোপা লিগ চ্যাম্পিয়ন আইনট্রাখট
-
কলকাতায় মারোংয়ের গোলে শুভসূচনা কিংসের
-
যেভাবে শেষ হয়ে যায় আগুয়েরোর ক্যারিয়ার
-
‘জিকো-ইব্রাহিমদের চ্যালেঞ্জ জানানোর মতো খেলোয়াড় ক্যাম্পে আছে’
-
ফাইনাল দেখতে এসে মারামারি করে গ্রেফতার ৫
-
‘লিভারপুলের শিরোপা কঠিন, তবে অসম্ভব নয়’
-
লিভারপুলের জয়ে শিরোপা লড়াই গড়াল শেষ রাউন্ডে
-
টিভিতে আজ
সর্বাধিক পঠিত
- শেষ বেলার ২ উইকেটে এগিয়ে বাংলাদেশ
- ফেনীতে গাড়ি তল্লাশি নিয়ে র্যাব-পুলিশের ‘হাতাহাতি’, আহত ৪
- বিদায়ের ইঙ্গিত দিলেন স্ত্রী, মুশফিক বললেন ‘এমন ভাবনা নেই’
- ‘মাদ্রিদে আসছেন এমবাপে’ ঘোষণার অপেক্ষায় রিয়াল
- লিভারপুলের জয়ে শিরোপা লড়াই গড়াল শেষ রাউন্ডে
- ‘বাংলাদেশে আসলে অভিজ্ঞতার দাম নেই’
- মেদ ঝরাতে অস্ত্রোপচারে গিয়ে মৃত্যু হল অভিনেত্রীর
- আমদানি নির্ভরতা কমাতে সরকারের ভাবনায় রাইস ব্র্যান ও সরিষার তেল
- নয় সচিব পদে রদবদল, পদোন্নতি
- ‘খুঁজে পেতে কষ্ট’, সব মাদ্রাসায় সাইনবোর্ড ঝুলানোর নির্দেশ