মোহামেডানকে হারিয়ে সাইফের ‘প্রতিশোধ’

প্রথমার্ধেই দুই গোল আদায় করে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছিল সাইফ স্পোর্টিং ক্লাব। বৃষ্টিভেজা দ্বিতীয়ার্ধে দলটি পেল আরও এক গোল। শেষ দিকে মোহামেডান স্পোর্টিং ক্লাব ব্যবধান কমাতে পারলেও হার এড়াতে পরেনি। সাদাকালো জার্সিধারীদের বিপক্ষে প্রথম পর্বে হারের মধুর ‘প্রতিশোধ’ নিয়ে মাঠ ছাড়ল আন্দ্রেয়াস ক্রুসিয়ানির দল।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 May 2022, 01:19 PM
Updated : 12 May 2022, 01:19 PM

কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে বৃহস্পতিবার প্রিমিয়ার লিগের ম্যাচটি ৩-১ গোলে জিতে নেয় সাইফ স্পোর্টিং ক্লাব। তিনটি গোলই তারা পেয়েছে বিদেশিদের পা থেকে।

আসরোর গভুরভ দলকে এগিয়ে দেওয়ার পর ব্যবধান দ্বিগুন করেন এমফন উদোহ। দ্বিতীয়ার্ধে জাল খুঁজে নেন এমেকার ওগবাহ। মোহামেডানের পক্ষে ব্যবধান কমানো গোলটি করেন জাফর ইকবাল।

প্রথম পর্বে দুই দলের দেখায় মোহামেডান জিতেছিল ২-০ গোলে।

এদিন অষ্টাদশ মিনিটে এগিয়ে যায় সাইফ। ডান দিক থেকে ফয়সাল আহমেদ ফাহিমের নিচু ক্রস ডানপায়ের শটে কাছের পোস্ট দিয়ে জালে জড়ান আসরোর গভুরভ।

পাঁচ মিনিট পরই এমফন উদোহর গোলে ব্যবধান দ্বিগুণ করে দলটি। মোহামেডানের রক্ষণের খেলোয়াড়রা উপরে উঠে এসেছিল অনেকটাই। সেন্টার সার্কেল থেকে বল ধরে গভুরভ সামনে বাড়ান। বক্স ছেড়ে বেড়িয়ে আসা মোহামেডান গোলরক্ষককে বোকা বানিয়ে জাল খুঁজে নেন নাইজেরিয়ান স্ট্রাইকার উদোহ।

প্রথমার্ধ জুড়ে আক্রমণ-পাল্টা আক্রমণে জমজমাট ছিল খেলা। তবে সাইফ স্পোর্টিংয়ের ফিনিশিং লাইন যতটা ক্ষুরধার ছিল, মোহামেডানের ফিনিশিং লাইন ছিল ততটাই নখদন্তহীন। ফলে ব্যবধান কমানোর সুযোগ এলেও কাজে লাগাতে পারেনি দলটি।

দ্বিতীয়ার্ধে খেলা হয়েছে বৃষ্টির মধ্যে। মাঝে অন্ধকার হয়ে আসায় খেলা খানিক সময় বন্ধও রাখেন রেফারি। ভারী মাঠে দুই দলের খেলারই স্বাভাবিক ছন্দে ব্যাঘাত ঘটে। তবে সাইফ ও মোহামেডান দুই দলই গোলের জন্য লড়াই চালিয়ে যায়।

৮০তম মিনিটে এমেকার ওগবাহ গোল আদায় করে নিলে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় সাইফ। ৮৯তম মিনিটে জাফর ইকবাল মোহামেডানের পক্ষে সান্ত্বনার গোলটি করেন।

১৫ ম্যাচে সাইফের এটি অষ্টম জয়। ২৭ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে তারা। আর তৃতীয় হারের স্বাদ পাওয়া মোহামেডান ২২ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে।

দিনের আরেক ম্যাচে বাংলাদেশ পুলিশকে ২-১ গোলে হারানো বসুন্ধরা কিংস ৩৮ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে। দ্বিতীয় স্থানে থাকা আবাহনী লিমিটেড নিজেদের ম্যাচে শেখ রাসেল ক্রীড়াচক্রের বিপক্ষে ১-১ ড্র করে শিরোপার লড়াইয়ে পিছিয়ে পড়েছে বেশ খানিকটা। এখন ৩২ পয়েন্ট আকাশী-নীল জার্সিধারীদের।

রহমতগঞ্জকে ১-০ গোলে হারানো শেখ জামাল ধানমণ্ডি ক্লাব ৩০ পয়েন্ট নিয়ে আছে টেবিলের তৃতীয় স্থানে।