এএফসি কাপ খেলতে ‘পারবেন’ কিংসলে
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 09 May 2022 06:40 PM BdST Updated: 09 May 2022 06:40 PM BdST
গতবার দলের সঙ্গে থেকেও ছাড়পত্র না মেলায় এএফসি কাপ খেলতে পারেননি এলিটা কিংসলে। অবশেষে সে বাধা দূর হয়েছে। এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) নাইজেরিয়ান থেকে বাংলাদেশী হয়ে যাওয়া এই ফরোয়ার্ডকে খেলার অনুমতি দিয়েছে।
ভারতের কলকাতায় আগামী ১৮ মে থেকে শুরু হবে এএফসি কাপ। এশিয়ান ফুটবলের নিয়ন্তা সংস্থা এএফসির ছাড়পত্র মেলায় বসুন্ধরা কিংসের হয়ে এ আসরে কিংসলের খেলার ক্ষেত্রে আর কোনো ‘বাধা’ থাকল না।
বাংলাদেশ ফুটবলে ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ সোমবার কিংসলের বাংলাদেশি খেলোয়াড় হিসাবে খেলার অনুমতি মেলার কথা জানান।
“এএফসি থেকে যে সিদ্ধান্ত এসেছে, সেখানে বলা হয়েছে এলিটা কিংসলে এএফসি কাপে খেলতে পারবে। এটা এএফসি আমাদের লিখিতভাবে জানিয়েছে, বাংলাদেশি খেলোয়াড় হিসেবে বসুন্ধরা কিংসের হয়ে সে খেলতে পারবে।”
“তবে কোনো দল যদি তাকে নিয়ে অভিযোগ করে, তখন সেটা বসুন্ধরা কিংসকে দায়িত্ব নিতে হবে। যদি এমন কিছু থেকে থাকে তবে আমরা সেটা দুই-একদিনের ভেতর জানিয়ে দিব।”
চলতি লিগে কিংসের একাদশে নিয়মিত নন কিংসলে। এ পর্যন্ত ১৪ ম্যাচের মধ্যে আট ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন, অধিকাংশ ক্ষেত্রেই বদলি হিসেবে। তবে বদলি নেমেও ৬ গোল করেছেন ৩২ বছর বয়সী এই ফরোয়ার্ড।
কিংসলের বাংলাদেশ জাতীয় দলে খেলার বিষয়টি নিয়েও নানা কথা শোনা যাচ্ছে অনেকদিন ধরে। গত সাফ চ্যাম্পিয়নশিপের আগে ক্যাম্পে ডাক পেয়েছিলেন, অনুশীলনও করেছিলেন, কিন্তু ছাড়পত্র না মেলায় খেলতে পারেননি। তার জাতীয় দলে খেলার ব্যাপারে সিদ্ধান্ত বাফুফে নেবে বলে জানান সোহাগ।
“কিংসলে জাতীয় দলের হয়ে খেলতে পারবে কিনা সেটা বাংলাদেশ ফুটবল ফেডারেশন সিদ্ধান্ত নিবে, যা পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।”
এএফসি কাপের ‘ডি’ গ্রুপে কিংসের সঙ্গী গোকুলাম কেরালা, এটিকে মোহনবাগান ও মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন।
-
ছুটছেন জোকোভিচ, রাডুকানুর বিদায়
-
টিভিতে আজ
-
‘ইউভেন্তুসে বেনজেমা-মদ্রিচের মতোই খেলবে দি মারিয়া’
-
সমান পয়েন্টে সেরি আ চ্যাম্পিয়ন নির্ধারণ হবে প্লে-অফে
-
পিএসজি ছাড়লে নেইমারের চেলসিতে আসা উচিত: সিলভা
-
মুক্তিযোদ্ধা সংসদকে আবারও হারাল পুলিশ
-
পিছিয়ে যাচ্ছে মেয়েদের সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ
-
উইম্বলডনে আবার ফিরবেন কিনা, জানেন না সেরেনা
সর্বাধিক পঠিত
- পদ্মা সেতু: যশোর তাকিয়ে কালনা সেতুর দিকে
- গ্রামীণফোনের নতুন সিম বিক্রিতে নিষেধাজ্ঞা
- বাংলাদেশের বিপক্ষে উইন্ডিজ টি-টোয়েন্টি দলে পরিবর্তনের ছড়াছড়ি
- ৬ বছর পর দক্ষিণ আফ্রিকা দলে ফিরলেন রুশো
- স্বামীর মরদেহ দেখে স্ত্রীর মৃত্যু, এরপর অসুস্থ ছেলে হাসপাতালে
- সিরাজগঞ্জে অস্ত্র হাতে ‘ভাইরাল’ সেই বায়েজিদ পিস্তলসহ গ্রেপ্তার
- ‘ইউভেন্তুসে বেনজেমা-মদ্রিচের মতোই খেলবে দি মারিয়া’
- মুমিনুলকে আবার উইন্ডিজে দেখতে চান বিসিবি প্রধান
- র্যাঙ্কিংয়েও কোহলির রেকর্ড ভাঙলেন বাবর
- উইন্ডিজে ওয়ানডে সিরিজে ‘ছুটি পাচ্ছেন’ সাকিব