দিয়াবাতের হ্যাটট্রিকে মোহামেডানের রোমাঞ্চকর ড্র
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 08 May 2022 08:00 PM BdST Updated: 08 May 2022 08:04 PM BdST
-
হ্যাটট্রিক করা সুলেমানে দিয়াবাতে।
ম্যাচের শুরুতেই এগিয়ে যাওয়া মোহামেডান স্পোর্টিং ক্লাব এক পর্যায়ে পিছিয়ে পড়ল ৩-১ গোলে। সেখান থেকে ঘুরে দাঁড়াতে দারুণ লড়াই চালিয়ে গেল দলটি। সাফল্যও মিলল। যোগ করা সময়ে হ্যাটট্রিক পূরণ করে দলকে হার এড়ানোর আনন্দে মাতালেন সুলেমানে দিয়াবাতে।
কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে রোববার প্রিমিয়ার লিগের উত্তেজনা-রোমাঞ্চে ভরপুর ম্যাচটি ৩-৩ সমতায় শেষ হয়।
চট্টগ্রাম আবাহনীর পক্ষে জোড়া গোল করেন শাখাওয়াত হোসেন। অন্য গোলটি পিটার থ্যাঙ্কগডের।
এই ড্রয়ের পর ১৪ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে মারুফুল হকের চট্টগ্রাম আবাহনী। সমান ম্যাচে এক পয়েন্ট কম নিয়ে পরের স্থানেই মোহামেডান।
লিগের প্রথম পর্বেও দুই দলের মুখোমুখি লড়াই সমতায় শেষ হয়েছিল। ১-১ ড্র হয়েছিল ম্যাচটি।
এদিন ম্যাচের দ্বিতীয় মিনিটেই এগিয়ে যায় মোহামেডান। ডান দিক থেকে আবিদ হোসেনের ক্রস হেডে জালে জড়ান দিয়াবাতে।
চট্টগ্রাম আবাহনী ১৩তম মিনিটে ম্যাচে সমতা ফেরায়। মিডফিল্ডার সোহেল রানার লম্বা করে বাড়ানো বল বক্সের বাঁ-প্রান্ত থেকে গোলমুখ বরাবর হেড করেন কেহিন্দে ইসার। ফাঁকায় থাকা শাখাওয়াত হেডে জাল খুঁজে নেন।
২৬তম মিনিটে দলকে এগিয়ে নেন শাখাওয়াত। থ্যাঙ্কগডের কাছ থেকে বল পেয়ে ডানপ্রান্ত থেকে দারুণ ফিনিশিংয়ে বল জালে জড়ান তিনি।
বিরতির পর ৫৯তম মিনিটে সফল স্পট কিকে স্কোর লাইন ৩-১ করে ফেলেন থ্যাঙ্কগড। তাকেই মোহামেডানের মেসিডোনিয়ান ডিফেন্ডার ইয়াসমিন মেসিনোভিচ ফাউল করায় পেনাল্টি পেয়েছিল চট্টগ্রাম আবাহনী।
এই পেনাল্টি ঘিরে বেশ উত্তেজনা ছড়ায়। মোহামেডান খেলোয়াড়রা মাঠ ছেড়ে ডাগআউটে অবস্থান নেয় খানিক সময়। পরে অবশ্য মাঠে ফিরে আসে দলটি।
এর কিছু সময় পরই মোহামেডান পেনাল্টি পেলেও গোল করতে ব্যর্থ হয়। স্পট কিক পোষ্টের উপর দিয়ে উড়িয়ে মারেন দিয়াবাতে। তবে মালির এই ফরোয়ার্ডই ৬৭তম মিনিটে ব্যবধান কমান।
সমতা ফেরাতে মরিয়া হয়ে উঠে মোহামেডান। শেষ পর্যন্ত সাফল্য আসে যোগ করা সময়ে। মিনহাজুল আবেদিনের কর্নার কিকে চমৎকার হেডে জাল খুঁজে নেন দিয়াবাতে। উল্লাসে মেতে উঠে মোহামেডান।
ম্যাচের পর দুই দলের খেলোয়াড়রা প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়েছিল। যা নিয়ে বেশ উত্তেজনা ছড়ায় মাঠে।
দিনের আরেক ম্যাচে স্বাধীনতা ক্রীড়া সংঘকে ২-০ গোলে হারিয়েছে উত্তর বারিধারা। রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বারিধারার পক্ষে দুটি গোলই করেন মিশরীয় ফরোয়ার্ড মোস্তফা কাহরাবা।
এবারের লিগে বারিধারার এটি তৃতীয় জয়।
১৪ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে টেবিলের নয় নম্বরে তারা। ৬ পয়েন্ট নিয়ে স্বাধীনতা সবার তলানিতে।
-
অসাধারণ প্রত্যাবর্তনে ফ্রিটজের স্বপ্ন গুঁড়িয়ে সেমিতে নাদাল
-
দেম্বেলে আর আমাদের খেলোয়াড় নয়: লাপোর্তা
-
ব্যালন ডি'অরের প্রশ্নে ভিনিসিউস বললেন, 'ঈশ্বর চাইলে একদিন হবে'
-
ইতিহাস গড়ে সেমিতে হালেপের সামনে রিবাকিনা
-
শাভির কোচিংয়ে খেলতেই বার্সায় কেসিয়ে
-
রোনালদোকে নিয়ে ইউনাইটেডে বাড়ছে অনিশ্চয়তা
-
‘নেইমারকে দলে চাইবে না কোন কোচ?’
-
জাতীয় স্কুল ফুটবলে চ্যাম্পিয়ন নীলফামারীর ছমির উদ্দিন স্কুল
সর্বাধিক পঠিত
- বিদ্যুৎকেন্দ্র চালু রাখাটাই কষ্টকর হয়ে গেছে: প্রধানমন্ত্রী
- শাস্তি পেল বাংলাদেশ দল
- লাইসেন্স ছাড়া মোটরসাইকেল নিবন্ধন আর নয়
- হোমিও থেকে হেনোলাক্সের ব্যবসাতেই কোটিপতি নুরুল আমিন
- অনেক রদবদলের ওয়ানডে দলে অধিনায়ক ধাওয়ান
- ইতিহাস গড়ে বিশ্বকাপে ইন্দোনেশিয়া
- সঙ্কট আসতে পারে, প্রস্তুত থাকতে হবে: কাদের
- প্রতারকের খপ্পরে পড়ে হজে যাওয়া হচ্ছে না ৩০০ জনের
- ‘নেইমারকে দলে চাইবে না কোন কোচ?’
- শ্রীলঙ্কা ‘দেউলিয়া’ হয়ে গেছে: রনিল বিক্রমাসিংহে