আতলেতিকোর ‘গার্ড অব অনার’ না দেওয়া নিয়ে আপত্তি নেই রিয়াল কোচের
স্পোর্টস ডেস্ক,
Published: 07 May 2022 10:06 PM BdST Updated: 08 May 2022 02:51 AM BdST
স্প্যানিশ ফুটবলের রীতি রয়েছে আগেভাগে লিগ জেতা দলকে পরের ম্যাচগুলোতে প্রতিপক্ষের গার্ড অব অনার দেওয়ার। তবে আতলেতিকো মাদ্রিদ জানিয়েছে যে তারা এটা করবে না। নগর প্রতিদ্বন্দ্বীদের এই সিদ্ধান্ত নিয়ে খুব বেশি ভাবার অবকাশ দেখছেন না রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি।
গত সপ্তাহে চার রাউন্ড হাতে রেখেই লা লিগার শিরোপা পুনরুদ্ধার করে রিয়াল মাদ্রিদ।
চ্যাম্পিয়ন হওয়ার পর লিগে নিজেদের পরবর্তী ম্যাচে আগামী বুধবার বাংলাদেশ সময় রাত ১টায় আতলেতিকোর বিপক্ষে খেলবে রিয়াল।
মাদ্রিদ ডার্বির আগেই রিয়াল শিরোপা নিশ্চিত করে ফেললে তাদের গার্ড অব অনার দেওয়ার বিপক্ষে আগেই নিজের মত জানিয়েছিলেন আতলেতিকো গোলরক্ষক ইয়ান ওবলাক।
আতলেতিকো গত সোমবার এক বিবৃতিতে জানায়, রিয়ালকে তারা গার্ড অব অনার দেওয়া থেকে বিরত থাকবে।
সংবাদ সম্মেলনে শনিবার আনচেলত্তি এই প্রসঙ্গে বলেন, আতলেতিকোর সিদ্ধান্তের প্রতি তার সম্মান রয়েছে।
“আমি (গার্ড অব অনার) এতে অভ্যস্ত নই কারণ ইতালিতে এটা নেই। তারা যদি এটি করে তাহলে দুর্দান্ত হবে, তারা যদি সেটা না করে তবুও ক্লাবটির প্রতি আমার সম্মান থাকবে। আতলেতিকো মাদ্রিদের প্রতি আমার অগাধ শ্রদ্ধা রয়েছে।”
লিগের পয়েন্ট টেবিলে ৩৪ ম্যাচে ৮১ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল। সমান ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে বার্সেলোনা।
পরের তিনটি স্থানে আছে সেভিয়া (৬৪), আতলেতিকো (৬১) ও রিয়াল বেতিস (৫৮)।
-
ছুটছেন জোকোভিচ, রাডুকানুর বিদায়
-
টিভিতে আজ
-
‘ইউভেন্তুসে বেনজেমা-মদ্রিচের মতোই খেলবে দি মারিয়া’
-
সমান পয়েন্টে সেরি আ চ্যাম্পিয়ন নির্ধারণ হবে প্লে-অফে
-
পিএসজি ছাড়লে নেইমারের চেলসিতে আসা উচিত: সিলভা
-
মুক্তিযোদ্ধা সংসদকে আবারও হারাল পুলিশ
-
পিছিয়ে যাচ্ছে মেয়েদের সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ
-
উইম্বলডনে আবার ফিরবেন কিনা, জানেন না সেরেনা
সর্বাধিক পঠিত
- পদ্মা সেতু: যশোর তাকিয়ে কালনা সেতুর দিকে
- গ্রামীণফোনের নতুন সিম বিক্রিতে নিষেধাজ্ঞা
- বাংলাদেশের বিপক্ষে উইন্ডিজ টি-টোয়েন্টি দলে পরিবর্তনের ছড়াছড়ি
- ৬ বছর পর দক্ষিণ আফ্রিকা দলে ফিরলেন রুশো
- স্বামীর মরদেহ দেখে স্ত্রীর মৃত্যু, এরপর অসুস্থ ছেলে হাসপাতালে
- সিরাজগঞ্জে অস্ত্র হাতে ‘ভাইরাল’ সেই বায়েজিদ পিস্তলসহ গ্রেপ্তার
- ‘ইউভেন্তুসে বেনজেমা-মদ্রিচের মতোই খেলবে দি মারিয়া’
- মুমিনুলকে আবার উইন্ডিজে দেখতে চান বিসিবি প্রধান
- র্যাঙ্কিংয়েও কোহলির রেকর্ড ভাঙলেন বাবর
- উইন্ডিজে ওয়ানডে সিরিজে ‘ছুটি পাচ্ছেন’ সাকিব